BSNL দিচ্ছে বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা, আরও কী সুবিধা ?
BSNL Recharge Plan : এই সুবিধাগুলি পেতে গ্রাহকদের এই রিচার্জটি ১৬ জানুয়ারির আগে করতে হবে। কোম্পানি শুধুমাত্র ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই অফারটি দিচ্ছে।
বছরের শুরুতেই ধামাকা অফার দিল BSNL
1/7
নতুন বছরে ক্রেতাদের আকর্ষণীয় অফার দিল কোম্পানি। এখন থেকে ৩৯৫ দিনের প্ল্যানের টাকায় পাবেন ৪২৫ দিনের সুবিধা। কী কী বিনামূল্যে পাবেন জানেন ?
2/7
বিএসএনএল জানিয়েছে, গ্রাহকরা ২৩৯৯ টাকায় এই সুবিধাগুলি পাবেন। আগে এই প্ল্যানের বৈধতা ছিল ৩৯৫ দিন এবং প্রতিদিন ২GB ডেটা। এখন নতুন বছর উপলক্ষে এই সুবিধা আরও এক মাস বাড়িয়েছে সংস্থা।
3/7
কোম্পানি এর একটি প্ল্যানের মেয়াদ এক মাস বাড়িয়েছে। সবথেকে বড় বিষয় এর জন্য কোনও চার্জ নেওয়া হবে না। এখন BSNL-এর ৩৯৫ দিনের প্ল্যানটি ৪২৫ দিনের পর্যন্ত চলবে। অর্থাৎ একবার রিচার্জ করার পর গ্রাহকদের ১৪ মাস আর রিচার্জ করাতে হবে না।
4/7
এখন ২৩৯৯ টাকায় আপনি ৪২৫ দিনের প্ল্যানে মোট ৮৫০ GB ডেটা পাবেন। এই প্ল্যানের বিশেষত্ব হল, এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।
5/7
দীর্ঘ মেয়াদের পাশাপাশি কোম্পানি এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও দিচ্ছে। অর্থাৎ গ্রাহকরা দেশের যেকোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।
6/7
নতুন বছর উপলক্ষে আরও একটি অফার এনেছে BSNL। এতে ব্যবহারকারীরা ২৭৭ টাকার রিচার্জে ১২০GB ফ্রি ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং পাচ্ছেন। এই অফারটিও ১৬ জানুয়ারি পর্যন্ত বৈধ।
7/7
এই সুবিধাগুলি পেতে গ্রাহকদের এই রিচার্জটি ১৬ জানুয়ারির আগে করতে হবে। কোম্পানি শুধুমাত্র ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই অফারটি দিচ্ছে। দেরি হলে আপনি এই অফারের সুবিধা পাবেন না।
Published at : 07 Jan 2025 08:31 AM (IST)