BSNL দিচ্ছে বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা, আরও কী সুবিধা ?
নতুন বছরে ক্রেতাদের আকর্ষণীয় অফার দিল কোম্পানি। এখন থেকে ৩৯৫ দিনের প্ল্যানের টাকায় পাবেন ৪২৫ দিনের সুবিধা। কী কী বিনামূল্যে পাবেন জানেন ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিএসএনএল জানিয়েছে, গ্রাহকরা ২৩৯৯ টাকায় এই সুবিধাগুলি পাবেন। আগে এই প্ল্যানের বৈধতা ছিল ৩৯৫ দিন এবং প্রতিদিন ২GB ডেটা। এখন নতুন বছর উপলক্ষে এই সুবিধা আরও এক মাস বাড়িয়েছে সংস্থা।
কোম্পানি এর একটি প্ল্যানের মেয়াদ এক মাস বাড়িয়েছে। সবথেকে বড় বিষয় এর জন্য কোনও চার্জ নেওয়া হবে না। এখন BSNL-এর ৩৯৫ দিনের প্ল্যানটি ৪২৫ দিনের পর্যন্ত চলবে। অর্থাৎ একবার রিচার্জ করার পর গ্রাহকদের ১৪ মাস আর রিচার্জ করাতে হবে না।
এখন ২৩৯৯ টাকায় আপনি ৪২৫ দিনের প্ল্যানে মোট ৮৫০ GB ডেটা পাবেন। এই প্ল্যানের বিশেষত্ব হল, এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।
দীর্ঘ মেয়াদের পাশাপাশি কোম্পানি এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও দিচ্ছে। অর্থাৎ গ্রাহকরা দেশের যেকোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।
নতুন বছর উপলক্ষে আরও একটি অফার এনেছে BSNL। এতে ব্যবহারকারীরা ২৭৭ টাকার রিচার্জে ১২০GB ফ্রি ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং পাচ্ছেন। এই অফারটিও ১৬ জানুয়ারি পর্যন্ত বৈধ।
এই সুবিধাগুলি পেতে গ্রাহকদের এই রিচার্জটি ১৬ জানুয়ারির আগে করতে হবে। কোম্পানি শুধুমাত্র ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই অফারটি দিচ্ছে। দেরি হলে আপনি এই অফারের সুবিধা পাবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -