BSNL Recharge Plan: দিনে মাত্র ৫ টাকাতেই ২৫টা ওটিটি অ্যাপ, ৪৫০ লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ; দারুণ অফার BSNL-এ

BSNL Rs 151 Plan: এই একই প্ল্যান মূলত এই বছর পাইলট প্রজেক্ট হিসেবে ফেব্রুয়ারি মাসে আনা হয়েছিল বাজারে। এর জন্য রিচার্জে খরচ হবে মাত্র ১৫০ টাকা।

বিএসএনএলের নতুন প্ল্যানে দারুণ সুযোগ

1/10
আপনারও কি BSNL-এর সিম আছে ? তাহলে আপনার জন্য সুখবর। বিএসএনএল এনেছে নতুন অফার। মাত্র ৫ টাকা দিনে খরচ করেই দেখা যাবে ২৫টি ওটিটি।
2/10
এই অফারটি মূলত বিএসএনএল বিআই টিভির জন্য প্রযোজ্য বলে জানিয়েছে সংস্থা। এক্স হ্যান্ডলে এই অফার সম্পর্কে জানিয়েছে বিএসএনএল।
3/10
এই নতুন প্ল্যানে বিআইটিভির সমস্ত মোবাইল সাবস্ক্রাইবাররাও প্রিমিয়াম প্ল্যানের অধীনে ২৫টি ওটিটি অ্যাপ ও ৪৫০টি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন।
4/10
এই একই প্ল্যান মূলত এই বছর পাইলট প্রজেক্ট হিসেবে ফেব্রুয়ারি মাসে আনা হয়েছিল বাজারে। এর জন্য রিচার্জে খরচ হবে মাত্র ১৫০ টাকা।
5/10
প্ল্যানের বৈধতা থাকবে টানা ৩০ দিন পর্যন্ত। এছাড়াও বিএসএনএল আলাদা করে ২৯ টাকা ও ২৮ টাকার ওটিটি প্ল্যান এনেছে ৩০ দিনের বৈধতা সহ।
6/10
যারা বিএসএনএলের গ্রাহক, লাইভ টিভি চ্যানেল দেখার বিকল্প খুঁজছেন তাদের জন্য এই অফারটি একেবারে সোনায় সোহাগা।
7/10
এক মাসের এই প্ল্যানে খরচ হবে মাত্র ১৫১ টাকা অর্থাৎ দিনে মাত্র ৫ টাকা খরচেই ২৫টি ওটিটি অ্যাপ দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।
8/10
এই অ্যাপগুলির মধ্যে রয়েছে সোনি লিভ, জি ফাইভ, সান এনএক্সটি, ডিসকভারি, এপিক অন, শেমারু, এএইচএ সহ আরও অজস্র চ্যানেল।
9/10
নেটফ্লিক্স এবং আমাজন প্রাইম ভিডিয়ো দেখার সুযোগও পাবেন এই রিচার্জ প্ল্যানে। এছাড়া বিএসএনএল আরেকটি রিচার্জ প্ল্যান এনেছে মাত্র ২০০ টাকায়।
10/10
এই ২০০ টাকার প্ল্যানে আপনি পাবেন দিনে ২ জিবি করে ডেটা আর আনলিমিটেড কলিংয়ের সুবিধে। বৈধতা থাকবে ২৮ দিন।
Sponsored Links by Taboola