Budget 2022: ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে ই-লার্নিং, বাজেটে কী কী পেল শিক্ষাক্ষেত্র?
এবারের বাজেটে প্রধানমন্ত্রী ই-বিদ্যা যোজনায় জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষাক্ষেত্রকে ডিজিটাল করার চিন্তা ভাবনা নিয়ে মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করলেন শিক্ষা সংক্রান্ত বেশ কিছু আধুনিকতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনলাইন শিক্ষাই ভবিষ্যৎ, বাজেটে এমনই ভাবনা রেখেছেন অর্থমন্ত্রী। নতুন দিনের দাবি মেনে তাই দেশে ডিজিটাল বিশ্বিবিদ্যালয় তৈরির কথা জানিয়েছেন তিনি। শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়নোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে।
বিশ্বমানের শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি ও চালু করা হবে বলে জানান হয়েছে। আগামী দিনে এমন ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার আরও প্রসার হবে বলেই ইঙ্গিত মিলল নির্মলার তৃতীয় বাজেট প্রস্তাবে।
মহামারি আবহে ব্যাপক ক্ষতি হয়েছে পড়াশোনায়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার জন্য টিভি চ্যানেল তৈরি করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী ই-বিদ্যা নামের ওই প্রকল্পে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা দু’শোর বেশি টিভি চ্যানেল তৈরি হবে। আগে এ ধরনের চ্যানেলের সংখ্যা ছিল ১২টি।
বাজেটেও এও বলা হয়, স্কিলিং প্রোগ্রামগুলোর দৃষ্টিভঙ্গি বদলানো হবে। যুবকদের দক্ষতা, আপস্কিলিং এবং রি-স্কিলিংয়ের জন্য, ডিজিটাল দেশ ই-পোর্টাল চালু করা হবে।
গড়ে তোলা হবে ৫টি উৎকর্ষ কেন্দ্র। শহর এলাকায় এ ধরনের প্রতিটা উৎকর্ষ কেন্দ্রের জন্য ২৫০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হবে বলে জানান হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিরক্ষা বাজেটের পরিধির মধ্যে গবেষণা ও উন্নয়নের জন্য উৎসাহিত এবং সহযোগিতা করা হবে। বিজ্ঞান ক্ষেত্রেও বিপুল টাকা বরাদ্দ করেছেন তিনি।
এছাড়াও অতিমারি ছোট, বড় সকলেরই মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই এর মোকাবিলা করতে ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ে তোলা হবে দেশে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -