Budget 2022: ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে ই-লার্নিং, বাজেটে কী কী পেল শিক্ষাক্ষেত্র?

বাজেটে কী কী পেল শিক্ষাক্ষেত্র

1/8
এবারের বাজেটে প্রধানমন্ত্রী ই-বিদ্যা যোজনায় জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষাক্ষেত্রকে ডিজিটাল করার চিন্তা ভাবনা নিয়ে মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করলেন শিক্ষা সংক্রান্ত বেশ কিছু আধুনিকতা।
2/8
অনলাইন শিক্ষাই ভবিষ্যৎ, বাজেটে এমনই ভাবনা রেখেছেন অর্থমন্ত্রী। নতুন দিনের দাবি মেনে তাই দেশে ডিজিটাল বিশ্বিবিদ্যালয় তৈরির কথা জানিয়েছেন তিনি। শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়নোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে।
3/8
বিশ্বমানের শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি ও চালু করা হবে বলে জানান হয়েছে। আগামী দিনে এমন ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার আরও প্রসার হবে বলেই ইঙ্গিত মিলল নির্মলার তৃতীয় বাজেট প্রস্তাবে।
4/8
মহামারি আবহে ব্যাপক ক্ষতি হয়েছে পড়াশোনায়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার জন্য টিভি চ্যানেল তৈরি করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী ই-বিদ্যা নামের ওই প্রকল্পে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা দু’শোর বেশি টিভি চ্যানেল তৈরি হবে। আগে এ ধরনের চ্যানেলের সংখ্যা ছিল ১২টি।
5/8
বাজেটেও এও বলা হয়, স্কিলিং প্রোগ্রামগুলোর দৃষ্টিভঙ্গি বদলানো হবে। যুবকদের দক্ষতা, আপস্কিলিং এবং রি-স্কিলিংয়ের জন্য, ডিজিটাল দেশ ই-পোর্টাল চালু করা হবে।
6/8
গড়ে তোলা হবে ৫টি উৎকর্ষ কেন্দ্র। শহর এলাকায় এ ধরনের প্রতিটা উৎকর্ষ কেন্দ্রের জন্য ২৫০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হবে বলে জানান হয়েছে।
7/8
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিরক্ষা বাজেটের পরিধির মধ্যে গবেষণা ও উন্নয়নের জন্য উৎসাহিত এবং সহযোগিতা করা হবে। বিজ্ঞান ক্ষেত্রেও বিপুল টাকা বরাদ্দ করেছেন তিনি।
8/8
এছাড়াও অতিমারি ছোট, বড় সকলেরই মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই এর মোকাবিলা করতে ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ে তোলা হবে দেশে।
Sponsored Links by Taboola