Nirmala Sitharaman Budget Saree: লাল খোল, কালো টেম্পল বর্ডার, এবারও নজর কাড়ছে অর্থমন্ত্রীর শাড়ি
২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশের আগে থেকেই তিনি একে একে বিভিন্ন অফিসিয়াল কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্মলার হাতে টুকটুকে বহিখাতা। পরনেও লাল শাড়ি। এবার নির্মলার পঞ্চম বাজেট ভাষণ। প্রতিবারই তাঁর পরনে থাকে ট্র্যাডিশনাল শাড়ি।
এবার তাঁর পরনে ট্র্যাডিশনাল মন্দির পেড়ে লাল শাড়ি। শাড়িতে তারা বুনন।
গত বছর অর্থমন্ত্রী পরেছিলেন বাদামি রঙা শাড়ি। সাদা পাড়টি ছিল নজর কাড়া।
এই বছরের মতোই নির্মলা পরেছিলেন গলায় সরু সোনার চেন। কানে ছোট দুল। ছিমছাম সাজে নজর কেড়েছিলেন তিনি।
২০২০ সালে বাজেট পেশের সময় তিনি পরেছিলেন একটি উজ্জ্বলরঙা কাঞ্জিভরম শাড়ি। হলুদ রঙের শাড়িটি অনেকেরই মন কাড়ে।
২০২১ সালে তাঁর এই শাড়িটির আভিজাত্যই ছিল অন্যরকম। অফ হোয়াইট ও লালের অপূর্ব মেলবন্ধন ছিল। ইক্কত পাড়া পোচমপল্লি শাড়ি ছিল এটি।
২০১৯ সালে প্রথমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন নির্মল সীতারমন। সেবার তিনি পরেছিলেন গোলাপি রঙের একটি শাড়ি। যোগ্য সঙ্গল দিচ্ছিল ট্র্যাডিশনাল সোনালি পাড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -