Nirmala Sitharaman: আর চিরাচরিত লাল নয়, নির্মলা সীতারমণের 'বাজেট' শাড়ি নজর কাড়ল এবারও!
Interim Budget 2024: নীল শাড়িতে লাল ফাইল হাতে অর্থমন্ত্রক থেকে আজ বেরোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
প্রাদেশিক শাড়ির প্রতি নির্মলা সীতারমণের ঝোঁক সকলেরই জানা
1/7
শাড়ি বরাবরই পছন্দের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। প্রাদেশিক শাড়ির প্রতি তাঁর ঝোঁক দেখা গিয়েছে অতীতের বাজেট পেশের দিন। এবছর কী শাড়ি পরতে পারেন অর্থমন্ত্রী তা নিয়েও চর্চা নেহাত কম হয়নি।
2/7
এদিন অবশ্য দেখা যায়, লাল রঙের নয়, বরং নীল রঙের কাঁথা স্টিচ শাড়ি পরিহিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী লাল ফাইল হাতে বেরলেন বাড়ি থেকে।
3/7
এমনিতে, হ্যান্ডলুম শাড়ি পড়তেই বেশি পছন্দ করেন অর্থমন্ত্রী। ২০২৩ সালে বাজেট পেশ এর দিন পরেছিলেন ট্র্যাডিশনাল মন্দির পেড়ে লাল শাড়ি। শাড়িটি ছিল তারা বুননে।
4/7
২০২২-এ একটি বোম্বকাই শাড়ি পরেন অর্থমন্ত্রী। ওড়িশার বিখ্যাত এই শাড়িটিকেই বাজেট পেশ করার দিন বেচে নিয়েছিলেন নির্মলা সীতারমণ।
5/7
২০২১ এ অর্থমন্ত্রীর পছন্দে ছিল বাংলার লাল পেড়ে সাদা শাড়ি। বড় পাড়ের সেই শাড়ির পাড়ে ছিল কলকার কাজ। ছিল সোনালি কাজও।
6/7
২০২০-তে নির্মলা সীতারমণ পরেছিলেন হলুদ সোনালী হলুদ রঙের একটি সিল্ক, পাড়ে ছিল তুঁতে রঙ। হলুদ রঙকে ভারতীয়রা সমৃদ্ধির প্রতীক বলে মনে করেন।
7/7
২০১৯ এ উজ্জ্বল দুধে আলতা রঙের মঙ্গলগিরি পরেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পাড়ে ছিল সোনালি রঙ।
Published at : 01 Feb 2024 11:48 AM (IST)