Budget 2024: দক্ষতা বাড়ানো লক্ষ্য, প্রথম চাকরির জন্য বড় ঘোষণা, একনজরে বাজেট
Union Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। রেকর্ড গড়ে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।
ফাইল ছবি
1/10
কর্মসংস্থান এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রথম প্রকল্পে, ন্যূনতম ১ লক্ষ টাকা বেতন হলে একমাসের বেতন পৌঁছে দেওয়া হবে। EPFO-তে নাম নথিভুক্ত হলে তিনটি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
2/10
দ্বিতীয় প্রকল্পে, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার অংশের যে EPFO-র টাকা প্রথম চার বছর সরকার দেবে।
3/10
তৃতীয় প্রকল্পে বলা হয়েছে কোনও সংস্থা অতিরিক্ত কর্মী নিয়োগ করলে প্রথম দু'বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে।
4/10
মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যাতে সরকারের গ্যারান্টি থাকবে। যাতে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এতে প্রতিবছর ২৫ হাজার বেশি পড়ুয়া উপকৃত হবে।
5/10
১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য। যাতে সুদের হার থাকবে ৩ শতাংশ পর্যন্ত।
6/10
৩ লক্ষ কোটি টাকা মহিলাদের দক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে।
7/10
সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।
8/10
এমএসএমই-দের জন্য এক্সপোর্ট হাব তৈরি করা হবে। MSME-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে।
9/10
স্কিল ডেভলপমেন্টের জন্য় আগামী ৫ বছরের মধ্যে এক হাজার আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি করা হবে।
10/10
একেবারে ওপরের সারির কোম্পানিতে যাতে ইন্টার্নশিপ হয় তারজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। একবছর ধরে হাতে -কলমে কাজ শেখার সুযোগ থাকবে, ৫ হাজার টাকা অ্যালাওয়েন্স দেওয়া হবে।
Published at : 23 Jul 2024 12:15 PM (IST)