Budget 2024: দক্ষতা বাড়ানো লক্ষ্য, প্রথম চাকরির জন্য বড় ঘোষণা, একনজরে বাজেট
কর্মসংস্থান এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রথম প্রকল্পে, ন্যূনতম ১ লক্ষ টাকা বেতন হলে একমাসের বেতন পৌঁছে দেওয়া হবে। EPFO-তে নাম নথিভুক্ত হলে তিনটি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় প্রকল্পে, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার অংশের যে EPFO-র টাকা প্রথম চার বছর সরকার দেবে।
তৃতীয় প্রকল্পে বলা হয়েছে কোনও সংস্থা অতিরিক্ত কর্মী নিয়োগ করলে প্রথম দু'বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে।
মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যাতে সরকারের গ্যারান্টি থাকবে। যাতে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এতে প্রতিবছর ২৫ হাজার বেশি পড়ুয়া উপকৃত হবে।
১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য। যাতে সুদের হার থাকবে ৩ শতাংশ পর্যন্ত।
৩ লক্ষ কোটি টাকা মহিলাদের দক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে।
সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।
এমএসএমই-দের জন্য এক্সপোর্ট হাব তৈরি করা হবে। MSME-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে।
স্কিল ডেভলপমেন্টের জন্য় আগামী ৫ বছরের মধ্যে এক হাজার আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি করা হবে।
একেবারে ওপরের সারির কোম্পানিতে যাতে ইন্টার্নশিপ হয় তারজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। একবছর ধরে হাতে -কলমে কাজ শেখার সুযোগ থাকবে, ৫ হাজার টাকা অ্যালাওয়েন্স দেওয়া হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -