Budget 2025: কিষাণ যোজনার কিস্তিতে পাবেন বেশি টাকা ! ২০২৫-এর বাজেটে কী উপহার পাবেন কৃষকরা ?

আগামী ১ ফেব্রুয়ারি দেশে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। এই বাজেটকে ঘিরে বেশ কিছু প্রত্যাশা তৈরি হয়েছে দেশের মানুষের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এর পাশাপাশি বাজেটে কৃষকদের জন্য বেশ কিছু উপহার থাকতে চলেছে। কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি আরও অনেক বিষয় থাকতে পারে এবারের বাজেটে।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির দিকে চিন্তা করে সরকারের পক্ষ থেকে কিষাণ যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার অধীনে টাকা বাড়ানো হতে পারে।
এই যোজনার অধীনে কৃষকদের বছরে আগে ৬০০০ টাকা দেওয়া হত তিনটি কিস্তিতে। এর বদলে কৃষকদের ১০ হাজার টাকা দেওয়া হতে পারে বাজেটে।
এখনও পর্যন্ত কেন্দ্রের উদ্যোগে এই স্কিমে কৃষকদের অ্যাকাউন্টে ১৮টি কিস্তির টাকা জমা হয়েছে, ১৯তম কিস্তির অপেক্ষায় সকলে।
এছাড়া কিষাণ ক্রেডিট কার্ডের সীমাও বাড়াতে পারে কেন্দ্র। এবারের বাজেটে এই সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করতে পারে।
আশা করা হচ্ছে কৃষি খাতে সরকার ১.৭৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে উন্নয়নের জন্য যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।
দেশে কৃষিপণ্যের সরবরাহ বাড়ানোর পাশাপাশি রপ্তানিতে বেশি জোর দেওয়ার কথা ভাবা হতে পারে বাজেটে।
২০৩০ সালের মধ্যে কেন্দ্র সরকার এই কৃষিপণ্য রপ্তানির অঙ্ক ৫০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -