Income Tax 2024 : নতুন কর কাঠামোয় কাদের স্বস্তি ? কী কী পরিবর্তন এল কাঠামোয়?
টানা ৭ বার বাজেট পেশ করে আজ রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ। সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কী চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? মানুষের নানা প্রশ্ন ছিল বাজেট বক্তৃতার আগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সবথেকে বেশি আগ্রহ থাকে আয়কর নিয়েই। এবার অপরিবর্তিত রাখা হল পুরনো কাঠামোর আয়কর। এছাড়া করদাতাদের স্বস্তি দিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করলেন, সময়ে TDS না দিলে অপরাধ নয়। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করা হল।
আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ঘোষণা করলেন, দীর্ঘমেয়াদি ক্যাপিটাল গেনে ১৫% থেকে কমে ১২.৫% ছাড় দেওয়া হল। স্বল্প মেয়াদি ক্যাপিটাল গেনে ২০% ছাড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
নতুন আয়কর কাঠামোয় করে স্ট্যান্ডার্ড ডিডাকশনও বাড়ানো হল। আগে যা ছিল, ৫০ হাজার টাকা, এবার তা বেড়ে ৭৫ হাজার টাকা করা হল।
নতুন কাঠামোয় ৩ লক্ষের কম যাঁরা আয় করেন, তাঁদের কোনও কর দিতে হবে না। আগেও ৩ লক্ষ পর্যন্ত ছাড়ই ছিল।
এবার থেকে ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫%। আগে বার্ষিক ৩-৬ লক্ষ আয় পর্যন্ত কর-হার ছিল ৫%। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% কর দিতে হবে। আগে ৬-৯ লক্ষ পর্যন্ত আয়ে ছিল ১০% কর।
নতুন আয়কর কাঠামোয় ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% হারে কর দিতে হবে। আগে ৯-১২ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হত ১৫%।
১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% কর দিতে হত। আগেও ১২-১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% কর দিতে হত। নতুন আয়কর কাঠামো অনুসারে ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর দিতে হবে। আগেও ১৫ লক্ষের উপরে কর-হার ছিল ৩০%।
ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ১৫ হাজার থেকে ছাড় বেড়ে হল ২৫ হাজার। NPS-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা ১০% থেকে বেড়ে হল ১৪%।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -