Union Budget 2023 : চাকুরিজীবীদের বড় স্বস্তি ! বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা
New Income Tax Structure : অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো।
প্রতীকী ছবি
1/10
ভোটমুখী বাজেট যে 'জনমোহিনী' হবে তার প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশা কেন্দ্রীয় অর্থমন্ত্রী কতটা পূরণ করতে পারলেন তা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। কিন্তু, কর কাঠামোয় যে সুবিধা মিলতে চলেছে তা অনেকটাই আঁচ করে নিয়েছিল মধ্যবিত্ত। সেইমতোই বাড়ানো হল আয়করের ঊর্ধ্বসীমা।
2/10
৫ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হল আয়কর। অর্থাৎ, ৭ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের কোনও আয়কর দিতে হবে না।
3/10
নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লক্ষ টাকা আয়ে দিতে হবে না কর।
4/10
৩ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ আয়কর।
5/10
৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ।
6/10
৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ আয়কর।
7/10
১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ আয়কর।
8/10
১৫ লক্ষর বেশি আয়ে ৩০ শতাংশ পর্যন্ত আয়কর।
9/10
এককথায় বলতে গেলে, নতুন কর কাঠামোয় বার্ষিক ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৪৫ হাজার টাকা।
10/10
১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে ১.৫ লক্ষ টাকা। বেসরকারি সংস্থায় ছুটি বিক্রি করে মিলবে ২৫ লক্ষ টাকা।
Published at : 01 Feb 2023 04:28 PM (IST)