Union Budget 2022: হালুয়া উৎসব বাতিল, অ্যাপেই পড়তে পারবেন সব ঘোষণা, এবার বাজেটে আর কী কী বদল
দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত কাটতে না কাটতেই তৃতীয় তরঙ্গের ধাক্কা। এবার বাজেটে অর্থনীতি ও রাজকোষের হাল ফেরানোর দিকে লক্ষ্য থাকবে সরকারের আশা করাই যায়। সেই সঙ্গে পাখির চোখ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছরও বাজেটের বহি-খাতা প্রথা ভেঙে ট্যাব হাতে সংসদে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী সীতারমন। এবারও তাই দেখা যাবে।
এবার বাজেট হতে চলেছে এক্কেবারেই পেপারলেস। আরও বেশি করে ডিজিট্যাল হতে চলেছে ২০২২-২৩ এর কেন্দ্রীয় বাজেট।
এবার বাজেট পেশ হয়ে যাওয়ার পর অ্যাপ থেকে নামিয়ে তথ্য জানতে পারবেন যে কেউ। তৈরি করা হয়েছে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ । হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই উপলব্ধ এই মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে।
অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) এর অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ।
তবে বাজেটের বিবরণ যাতে ফাঁস না হয় তা নিশ্চিত করার জন্য, জড়িত কর্মকর্তাদের জন্য একটি লক-ইন সময়কাল রয়েছে, যা ইতিমধ্যেই শুরু হয়েছে।
সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরেই এই কর্মকর্তা ও কর্মীরা তাদের কাছের এবং প্রিয়জনদের সংস্পর্শে আসবেন ।
অর্থ মন্ত্রক প্রতি বছর নর্থ ব্লকের বেসমেন্টে তার সদর দফতরে আয়োজন করে হালুয়া অনুষ্ঠান। কর্মকর্তাদের লক ইন সময়কালের সূচনাকালেই হয় এই মিষ্টিমুখ ৷ অর্থমন্ত্রী বিরাট কড়া থেকে মিষ্টি পরিবেশন করেন।
এবার করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছে, ঐতিহ্যবাহী হালুয়া-অনুষ্ঠান ( Halwa Ceremony) । বদলে হয়েছে মিষ্টি খাওয়া। (প্রতীকী ছবি)
দিল্লিতে অতিমারী পরিস্থিতির কথা চিন্তা করে এই বছর প্রথমবার কেন্দ্রীয় বাজেটের আগে ঐতিহ্যবাহী হালুয়া অনুষ্ঠান বাতিল করা হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -