7 Seater SUV: গতি ঘণ্টায় ২৫০ কিমি, লাক্সারি SUV-র শেষ কথা এই গাড়িগুলি
Land Rover Discovery Sport: ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্টস পেট্রল ও ডিজেল উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়।এতে রয়েছে একটি 2.0 লিটার পেট্রল ইঞ্জিন ছাড়াও 2.0 লিটার ডিজেল ইঞ্জিন। এটি 4 হুইল ড্রাইভ সহ আসে। এর মূল্য শুরু 65.23 লক্ষ টাকা থেকে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 209 কিলোমিটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBMW X7:এই গাড়ি পেট্রল ও ডিজেল উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। এতে একটি 3.0 লিটার পেট্রোল ইঞ্জিন ও 3.0 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। এই গাড়িতে রয়েছে 4 হুইল ড্রাইভ। এর মূল্য শুরু 1.07 কোটি টাকা। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 250 কিলোমিটার।
Volvo XC90: এটি একটি বৈদ্যুতিক হাইব্রিড গাড়ি। এতে পাবেন 1969 cc ইঞ্জিন। এটি একটি পেট্রল ইঞ্জিনে চলে। এর দাম শুরু 90.90 লক্ষ টাকা থেকে। এই গাড়ি 4টি রঙের অপশনে পাওয়া যায়। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত।
Mercedes-Benz GLS: এটি পেট্রল ও ডিজেল উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। এতে একটি 3.0 লিটার পেট্রল ইঞ্জিন ছাড়াও 3.0 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। এটি 4 হুইল ড্রাইভ সহ আসে। এর মূল্য 1.09 কোটি টাকা থেকে শুরু। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪৮ কিলোমিটার।
Land Rover Discovery: ল্যান্ড রোভার ডিসকভারি পেট্রল ছাড়াও ডিজেল মডেলে পাওয়া যায়। এতে একটি 2.0-লিটার পেট্রল ইঞ্জিন ও একটি 3.0-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। এতেও পাবেন ফোর হুইল ড্রাইভ। এর প্রারম্ভিক মূল্য 88.06 লক্ষ টাকা। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 209কিলোমিটার।
Lexus RX:এই গাড়ি একটি ইলেকট্রিক হাইব্রিড কার। এতে 3456cc-র ইঞ্জিন রয়েছে। এই গাড়িতে পাবেন পেট্রল ইঞ্জিন। এই গাড়ি এক লিটার পেট্রলে 16.55 কিলোমিটার যেতে সক্ষম। এর দাম 1.04 কোটি টাকা। এতে রয়েছে 9টি রঙের অপশন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 200 কিলোমিটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -