Best Hatchback Cars: প্রয়োজনে হিট - বাজেটে ফিট, দেখে নিন এই ৫ হ্যাচব্যাক কার
Renault Kwid:এই গাড়ির বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 4.24 লক্ষ টাকা। এই ভ্যারিয়েন্টের গাড়িটি 0.8 লিটার SCe পেট্রল ইঞ্জিনে চলে। নতুন ক্যুইড স্মল হ্যাচের মধ্যে সহজেই নজরে পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppHyundai Grand i10 Nios: হুন্ডাইয়ের এই গাড়ির বেস ভ্যারিয়েন্টের দাম 6 লাখ টাকার কম। গাড়িতে 1197cc ইঞ্জিন রয়েছে। এটি পেট্রোল, সিএনজি ও ডিজেল তিনটি ইঞ্জিনের সঙ্গেই পাওয়া যায়। এটি একটি 5 সিটার গাড়ি।
Hyundai i20: এটি একটি প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি। এর দাম 6,91,200 টাকা থেকে শুরু। এতে পেট্রল ও ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্প রয়েছে। এটি একটি খুবই জনপ্রিয় গাড়ি।
Maruti Suzuki Swift: এই গাড়ির বেস ভ্যারিয়েন্টের দাম 6.71 লক্ষ টাকা। গাড়িতে 1197cc-র একটি ইঞ্জিন রয়েছে। এটি একটি 5 সিটার গাড়ি। এই পেট্রল কার 23 kmpl পর্যন্ত মাইলেজ দেয়।
Maruti Suzuki Baleno: মারুতি বালেনো এই সিগমা ভ্যারিয়েন্টের দাম 6.65 লক্ষ টাকা। গাড়ির উচ্চতা বেশ ভাল। এর পাশাপাশি অনেক বিশেষ ফিচারও রয়েছে গাড়িতে। এটি একটি 6 সিটার গাড়ি। গাড়িতে 1197cc এর একটি ইঞ্জিন পাবেন আপনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -