Home Decor Tips: সবুজ-সতেজ সাজগোজ, বাড়ি হয়ে উঠুক আরও আপন
বাড়ি হয়ে উঠুক আরও আপন। ছবি: পিক্সাবে।
1/10
সপ্তাহভর কাদের পর একটা দিন বিশ্রাম। সেই দিনটা আবার বাড়ির কাজ সারতেই কাবার হয়ে যায়। কিন্তু এর মধ্যেও যদি প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়! কাজের ফাঁকে নিজের জন্য বার করে নেওয়া যায় একটু খানি সময়!
2/10
চিন্তা নেই, তার জন্য ক্লাব বা রিসর্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। শুধু বাড়ির অন্দরসজ্জায় একটু সবুজ-সতেজ ছোঁয়া আনলেই হল। বাড়ির চার দেওয়ালেই মিলবে স্বস্তি।
3/10
অন্দরসজ্জা মানেই দামি আসবাব, ঝকঝকে আলো, দেওয়ালে উজ্জ্বল রংয়ের প্রলেপ নয়। ছোট ছোট পরিবর্তনই পাল্টে দিতে পারে চেনা ঘর-বারান্দাকে।
4/10
পরিবেশের কথা মাথায় রেখে তাই বাড়িকে করে তুলুন পরিবেশ-বান্ধব। ঘরের কোণে, ড্রয়িং রুমে, বারান্দায় গাছ রাখুন। এতে সবজের ছোঁয়া যেমন লাগবে বাড়িতে, তেমনই প্রাণ ভরে শ্বাসও নিতে পারবেন।
5/10
বাড়িতে আলো ঢুকতে দিন। মোটা, ভারী পর্দার পরিবর্তে হালকা রংয়ের পর্দা লাগাতে পারেন। দিনের বেলায় তা সরিয়ে রেখে ঘরে আলো-বাতাস ঢুকতে দিন। এতে মনও ভাল থাকবে।
6/10
বাডির আলোকসজ্জাও কিন্তু মন ভাল রাখার দাওয়াই হতে পারে। বড় জানলার পাশে বেতের আবরণে মোড়া আলো ঝোলাতে পারেন। ছিমছাম আলোর স্ট্যান্ড রাখতে পারেন ঘরের কোণে। চড়া আলো পছন্দ না হলে, পড়ার জন্য টেবল ল্যাম্প রাখুন।
7/10
বাড়ি তৈরির সময়ই যদি পাথর বা কাঠের মেঝে করিয়ে নেন, পরবর্তী কালে লাভবান হবেন আপনিই। লাইমস্টোন বা শুধু সিমেন্টের মেঝে রাখতে পারেন। অন্দরসজ্জায় পুনর্নবীকরণযোগ্য সামগ্রীর ব্যবহার করুন।
8/10
বাড়ির মেঝে, দেওয়াল, আসবাব পরিষ্কারের জন্য আজকাল বাজারে অনেক রাসায়নিক সামগ্রী পাওয়া যায়। তাতে ত্বকের ক্ষতি হয়। তার চেয়ে ভিনিগার বা অ্যাপল সাইডার ব্যবহার করতে পারেন।
9/10
ভিনিগার দিয়ে আয়না, শাওয়ার হেড, পর্দা, বাথরুমের মেঝে, কিচেন টপ, জানলা, ফ্রিজ, মাইক্রোওয়েভ, কার্পেটের দাগও পরিষ্কার করতে পারেন।
10/10
তবে পাথরের মেঝেয় ভিনিগার ঢালবেন না মোটেই। এতে মেঝের ক্ষতি হবে। কাঠের মেঝেতেও ভিনিগার দিলে কাঠ বিবর্ণ হয়ে যাবে।
Published at : 04 Jan 2022 10:07 PM (IST)