Mini Cooper SE Electric Photos: এক চার্জে যেতে পারে দিল্লি থেকে দেরাদুন, দেখুন মিনি কুপার ইলেকট্রিক
Mini Cooper SE Electric Pics: আগামী মার্চেই Mini Cooper Electric SE লঞ্চ করতে চলেছে BMW India। অক্টোবরেই গাড়ির টিজার ছাড়ে কোম্পানি। শুরু হয়ে গিয়েছে এর প্রি-বুকিং। আপনি প্রি-বুকিং করতে চাইলে দিতে হবে 1 লাখ টাকা টোকেন মানি। শোনা যাচ্ছে, গাড়িতে 32.6kWh এর একটি ব্যাটারি প্যাক দেবে কোম্পানি। কোম্পানির দাবি, এই গাড়ি 270Nm টর্ক জেনারেট করতে পারে। 7.3 সেকেন্ডে (0-100) kmph গতি তুলতে পারে মিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই গাড়িটি প্রায় 270 কিমি (Mini Cooper Electric SE ড্রাইভিং রেঞ্জ) ড্রাইভ রেঞ্জ দেবে। বলতে গেলে দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব একই। তাই এই গাড়িটি এক চার্জেই আপনাকে দিল্লি থেকে দেরাদুন পৌঁছে দিতে পারে।
এই গাড়ি 11kW চার্জার ও 50kW চার্জার দিয়ে চার্জ করা যাবে। আপনি গাড়ির 4 সিটার ভ্যারিয়েন্টে 211 লিটারের বুট স্পেস পাবেন। 2 সিটার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বুট স্পেস পাবেন 731 লিটার।
নতুন কুপার ইলেকট্রিক এসই (Mini Cooper SE Electric) তাদের জন্য আদর্শ, যারা জিরো এমিশন প্রোডাক্টে বিলাসবহুল গাড়ি বিভাগে একটি ছোট গাড়ি কিনতে চান।
Mini Cooper SE Electric বাজারে Audi এবং Mercedes Benz-এর মতো কোম্পানির Electric গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই কোম্পানিগুলি ইতিমধ্যেই ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে। সেই জায়গায় এবার BMW ভারতীয় বৈদ্যুতিক বাজারে প্রবেশ করছে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -