DA Hike: অ্যাকাউন্টে ঢুকবে আরও টাকা ! বছরের শুরুতেই পেতে পারেন সুখবর
Central Government DA Hike: বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে সুখবর। রিপোর্ট বলছে, ফের একপ্রস্থ কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াবে (DA Hike) সরকার। এবার সপ্তম বেতন কমিশন(7th Pay Commission)অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppCentral Government DA Hike: এই খবর সত্যি হলে ২০২২ সাল শুরু হতেই কেবল মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য বেতনে বড় অংশ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কেবল ডিএ বৃদ্ধির কারণে বেতনে ২০,০০০ টাকা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মূলত, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে বছরে দু-বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এবারও সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্র।
DA Hike: মহার্ঘ ভাতা আসলে কর্মীদের (cost-of-living adjustment allowance) বা জীবনযাত্রার খরচে সাম্যতা আনার জন্য দেওয়া হয়। সরকার পাবলিক সেক্টর বা সরকারি কর্মীদের ক্ষেত্রেই এই ধরনের ভাতা দিয়ে থাকে। এই ডিএ (DA) বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রস স্যালারিতে বড় পরিবর্তন দেখা যায়। মূলত, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই কর্মীদের এই মহার্ঘ ভাতা দেয় সরকার। তবে কেবল ভারত নয়, বাংলাদেশ এমনকী পাকিস্তানেও এই মহার্ঘ ভাতা দেওয়া হয়।
Central Government DA Hike: এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ ডিএ পাচ্ছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের অক্টোবরে ডিএ বৃদ্ধি হয়। এর আগে জুলাইতে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ।
সেই অনুযায়ী ২০২০ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ছাড়াও ২০২১ সালের ১ জানুয়ারি কর্মীদের ডিএ ও ডিআর-এর তিনটি কিস্তি বন্ধ রাখা হয়।তবে সংবাদমাধ্যমে এই ডিএ বৃদ্ধির বিষয়ে আলোচনা হলেও এখনও কেন্দ্রীয় সরকারের থেকে এই বিষয়ে কোনও নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -