Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rice Price: রেলস্টেশনে জলের দরে বিকোবে আটা-চাল, কীভাবে পাবেন আপনি?
খাদ্যশস্য, ডাল, মোটা দানার শস্য এবং মিলেটের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিয়েছে ভারত সরকার। এর সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে দেশ জুড়ে চালু করা হয়েছে ক্রয় কর্মসূচি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘ভারত’ ব্র্যান্ডের গমের আটা এবং ভারত চাল এবার বাজার মূল্যের থেকে কম দামে বিক্রি করছে কেন্দ্র সরকার।
মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতিটি রেলস্টেশনে গমের আটা প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে বিকোবে।
সমবায় সমিতি NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে সারা দেশে ৮০০টি মোবাইল ভ্যান এবং ২০০০টিরও বেশি দোকানের মাধ্যমে এই 'ভারত আটা' বিক্রি করা হবে বলে জানান হয়েছে।
বর্তমানে বাজারে আটার দাম ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়। ব্র্যান্ডেড আটার দাম ৪০ থেকে ৪২ টাকা প্রতি কেজি।
বর্তমান বাজারদর থেকে অনেকটাই কমে চাল ও আটা বিক্রি করবে কেন্দ্র। ভর্তুকিযুক্ত এই পণ্যে পাওয়া যাবে দেশের একাধিক স্থানে। চাল ও আটার পাশাপাশি ডাল ও পেঁয়াজও কম দামে বিক্রি করছে কেন্দ্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -