Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mahua Moitra: হাতে নিলেন ড্রয়িং খাতা, আবদার মেটাতে মহুয়া তুললেন সেলফি
কৃষ্ণনগর লোকসভা আসনে মহুয়া মৈত্রের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। মহুয়া মৈত্রের সমর্থনে ইতিমধ্যেই কৃষ্ণনগরে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্র নিজেও প্রচারে ঝড় তুলেছেন। ছত্রে ছত্রে বিঁধছেন বিজেপিকে। লোকসভার অন্দরে হোক কিংবা মাঠে-ময়দানের ভাষণে চোখা ভাষণে বিরোধীদের বেঁধার জন্য়ই পরিচিত মহুয়া মৈত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁকেই এবার কৃষ্ণনগরে লোকসভা ভোটের প্রচারে একেবারে অন্যরকম মেজাজে দেখা গেল। রবিবার-ছুটির দিন প্রচারে ঝড় তুললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কোথাও তিনি ছবি আঁকলেন। কোথাও আবার আবদার মেনে দিলেন অটোগ্রাফ।
রবিবার সকাল এগারোটা নাগাদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর বিধানসভার দোগাছি পঞ্চায়েতের যাত্রাপুর থেকে প্রচার শুরু করেন মহুয়া মৈত্র। হুড খোলা গাড়িতে শুরু হয় ভোট-প্রচার।
দোগাছি বকুল তলায় চলছিল তাঁর শোভাযাত্রা। সেখানে একটি ড্রয়িং স্কুলের সামনে তাঁর রোড শো পৌঁছতেই স্কুল থেকে বেড়িয়ে আসে খুদে পড়ুয়ারা।
তাদের কেউ কেউ মহুয়া মৈত্রকে দেখে তাঁর সামনে আঁকার খাতা এগিয়ে দেয়। ছোটদের আবদার মেনে হাতে রঙপেন্সিল তুলে নেন প্রার্থী। ছোটদের খাতায় ছবি এঁকে দেন।
কেউ কেউ আবার অটোগ্রাফের আবদারও করেছিল। সেই আবদার মেনে অটোগ্রাফ দিয়েছেন মহুয়া মৈত্র। প্রার্থীকে দেখতে রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন উৎসাহীরা
এক জায়গায় দেখা যায়, রাস্তার পাশে পোষ্যকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ কেউ। তাঁদের দেখে এগিয়ে যান মহুয়া মৈত্র। পোষ্যপ্রেমী বলে তাঁর পরিচয় রয়েইছে। প্রচারের ফাঁকে পোষ্য দেখে সবুর করেননি। নিজেই এগিয়ে গিয়ে আদর করেন পোষ্যকে।
তরুণী ফ্যানদের আবদার মেটাতে এদিন সেলফিও তুলেছেন প্রার্থী মহুয়া মৈত্র।
সকালে যেমন দোগাছিতে প্রচার করেছেন। তেমনই সন্ধেয় প্রচার সেরেছেন কৃষ্ণনগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নন্দীপুকুর লেনে। প্রচার সেরেছেন ২২ নম্বর ওয়ার্ডের চ্যালেঞ্জ মোড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -