Credit Card Tips : ক্রেডিট কার্ড ব্যবহারের সময় এই বিষয়গুলি মানছেন তো ? না হলে বড় ক্ষতি হতে পারে
Credit Card Tips : ক্রেডিট কার্ড ব্যবহার সহজ, তবে অসাবধানতা ক্ষতিকর। ব্যবহারের সময় এই বিষয়গুলো মনে রাখুন।
ভুলেও এই ভুল করবেন না !
1/6
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে যে দেশে এখন ১০ কোটির বেশি ক্রেডিট কার্ড সক্রিয় রয়েছে। এটি দেখাচ্ছে যে মানুষ নগদ লেনদেনের চেয়ে কার্ডকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সাথে ঝুঁকিও বেড়েছে।
2/6
ক্রেডিট কার্ড (Credit card) যত সুবিধাজনক, ঠিক ততটাই বিপজ্জনকও হতে পারে। যদি অসাবধানতা অবলম্বন করা হয়। তাই এগুলির ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। অন্যথায়, আপনাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। তাই এই বিষয়গুলো মনে রাখবেন।
3/6
প্রথম এবং প্রধান সতর্কতা হল সর্বদা সময়মতো বিল পরিশোধ করা। দেরি করলে জরিমানা এবং সুদ বাড়ে। এই সুদ এত বেশি হয় যে আপনার ঋণ দ্রুত বাড়তে পারে এবং তা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে।
4/6
দ্বিতীয় জরুরি কথা হল, কার্ডের তথ্য সুরক্ষিত রাখুন। আপনার কার্ড নম্বর, সিভিভি, পিন বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না। সাইবার ঠগ সামান্য অসাবধানতার সুযোগ নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করতে পারে। তাই সাবধান থাকুন।
5/6
তৃতীয় বিষয়টি হল, লিমিটের দিকে নজর রাখা। কখনোই আপনার সম্পূর্ণ ক্রেডিট লিমিট খরচ করবেন না। এমনটা করলে ক্রেডিট স্কোরে সরাসরি প্রভাব পড়ে। স্কোর খারাপ হয়ে গেলে ভবিষ্যতে ঋণ নিতে বা অন্য কার্ড পেতে সমস্যা হতে পারে।
6/6
চতুর্থ ও গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রয়োজনের অতিরিক্ত ক্রেডিট কার্ড ব্যবহার না করা। ক্রমাগত অযথা খরচ এবং বারবার সোয়াইপ করার ফলে ঋণের বোঝা বাড়বে। এমন পরিস্থিতিতে আপনি ঋণের জালে পড়তে পারেন এবং আর্থিক অবস্থা খারাপ হতে পারে।
Published at : 12 Sep 2025 02:27 PM (IST)