Cyber Fraud: এবার সুপ্রিম কোর্টের নামে জালিয়াতি, এই ধরনের ওয়েবসাইট থেকে সাবধান ! খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Cyber Fraud: এবার সুপ্রিম কোর্টের নামে জালিয়াতি, এই ধরনের ওয়েবসাইট থেকে সাবধান ! খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ব্যাঙ্ক, পোস্ট অফিস, শেয়ার বাজারের নামে প্রতারণা আগেই হয়েছে। এবার দেশের সুপ্রিম কোর্টের নামে প্রতারণা শুরু করলে জালিয়াতরা। ভুয়ো ওয়েবসাইটের সাহায্যে মানুষকে প্রতারিত করছে ঠগরা। যে বিষয়ে নাগরিকদের ভুয়ো ওয়েবসাইট থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

সবথেকে বড় বিষয়, এই ওয়েবসাইটগুলি অফিসিয়াল ওয়েবসাইটের মতো দেখতে। তবে এই ওয়েবসাইটগুলির উদ্দেশ্য ব্যক্তিগত ডেটা চুরি করে সাইবার অপরাধ করা। এখানে সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য় জানাব আমরা।
আমরা আপনাকে বলে রাখি যে, সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো ওয়েবসাইট শেয়ার করছে। তাদের ইউআরএল অফিসিয়ালের মতো দেখায়, কিন্তু আপনি সেগুলিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সংবেদনশীল তথ্য যেমন ব্যাঙ্কের বিবরণ ও ব্যক্তিগত ডেটা চুরি হয়ে যেতে পারে।
শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট বিশেষভাবে জনগণকে সুপ্রিম কোর্টের নামে আসা কোনও লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে, শীর্ষ আদালত কখনোই কোনও ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত বা আর্থিক তথ্য চায় না।
আদালতের অফিসিয়াল ওয়েবসাইট হল www.sci.gov.in। অন্য কোনও ওয়েবসাইটকে বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। গত বছর তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্টের নামে চালানো ভুয়ো ওয়েবসাইটগুলি আইনজীবী, বাদী-বিবাদী ও সাধারণ নাগরিকদের টার্গেট করতে পারে। ভারতে অনলাইন জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনার মধ্যে এই পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ৷
অপরিচিত নম্বর থেকে মেসেজ বা ইমেল খুলবেন না। যেকোনও লিঙ্কে ক্লিক করার আগে তার সত্যতা যাচাই করে নিন। কোনও অফার বা ছাড়ের শিকার হবেন না। সাইবার অপরাধীদের ব্যক্তিগত তথ্য দেবেন না।বেশিরভাগ জালিয়াতি মানুষের অসতর্কতার কারণে ঘটে। সাইবার অপরাধীরা মানুষের লোভ বা অসতর্কতার সুযোগ নেয়। এই ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকা আপনার গোপনীয়তা এবং আর্থিক নিরাপত্তা বজায় রাখার সর্বোত্তম উপায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -