Viral News: গোটা সড়ক জুড়ে ডাইনোসরের পায়ের ছাপ ! হাড় হিম করা ছবি প্রকাশ্যে, কী খুঁজে পেলেন গবেষকরা ?

গোটা সড়ক জুড়ে ২০০ পায়ের ছাপ। বিশাল দানবীয় কোনো প্রাণীর পায়ের ছাপ। গবেষকরা খুঁজে পেয়েছেন এই পায়ের ছাপ। প্রতীকী ছবি- পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ইউরোপে পাওয়া এই পায়ের ছাপ নিরীক্ষণ করে গবেষকরা জানিয়েছেন এটি ১৬৬ মিলিয়ন বছর আগের। প্রতীকী ছবি- পিক্সাবে

অক্সফোর্ড ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিওয়ার্স ফার্ম কয়ারিতে এই আবিষ্কার করেছেন। এর নাম দিয়েছেন গবেষকরা ডাইনোসর হাইওয়ে। প্রতীকী ছবি- পিক্সাবে
একেকটি পায়ের ছাপ প্রায় ৯ মিটার লম্বা। গবেষকরা বলছেন মাংসাশী মেগালোসরাস কিংবা নিরামিষাশী ডাইনোসরের পায়ের ছাপ এর থেকেও দ্বিগুণ হত। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
২০২৩ সালে রাস্তার কাজের জন্য চুনাপাথর নিষ্কাশনের সময় এই বিষয়টি লক্ষ করেছিলেন কয়ারি কর্মী গ্যারি জনসন। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
এরপরেই প্রত্নতত্ত্ববিদরা উৎসাহী হয়ে এই অঞ্চলে গবেষণা শুরু করেন এবং এই পায়ের ছাপগুলি খুঁজে পান। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
এই আবিষ্কারের সঙ্গে জড়িত এক প্রত্নতত্ত্ববিদ কার্স্টি এডিগার জানিয়েছেন, ডাইনোসরদের জীবনের এটি একটি খণ্ড ক্ষুদ্রতম অধ্যায়। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
২০২৪ সালের জুন মাসে বার্মিংহাম এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ১০০ জন স্বেচ্ছাসেবী ও গবেষক এই খননকার্যের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতীকী ছবি- পিক্সাবে
এরিয়াল ড্রোন ফটোগ্রাফির মাধ্যমে গবেষকরা এই অঞ্চলের ২০ হাজার ছবি তুলেছেন এবং এর মাধ্যমে আরও নিখুঁত থ্রি-ডি মডেল তৈরি করা হবে এই পায়ের ছাপের। প্রতীকী ছবি- পিক্সাবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -