Lottery Result : কোটি টাকা জিতে ভাগ্যবান কারা ? কোন কোন নম্বরে আজ 'মালামাল' হলেন লটারি গ্রাহকরা
Continues below advertisement
দেখে নিন ডিয়ার লটারির ২৩ জুনের ফল। কারা লাভবান হলেন ?
Continues below advertisement
1/10
পুরস্কারের প্রত্যাশায়, ভাগ্য যাচাইয়ে প্রতিদিন লটারির টিকিট কাটেন বহু মানুষ। কারোর ভাগ্য ফেরে, টাকা মেলে। কেউ আশাহত হন। প্রত্যাশায় আবার টিকিট কাটেন। যদি শিকে ছেঁড়ে।
2/10
প্রতিদিন তিনটি সময়ে খেলা হয় ডিয়ার লটারির। দুপুর ১টা, সন্ধে ৬টা ও রাত ৮টার স্লটে খেলা হয়। ৬টাকার টিকিটে প্রথম পুরস্কার এক কোটি টাকা।
3/10
একই টিকিট মূল্যে সেকেন্ড প্রাইজ মেলে ৯০০০ টাকার। তৃতীয় পুরস্কারের মূল্য ৪৫০ টাকা। রয়েছে চতুর্থ পুরস্কারও। যার মূল্য আড়াইশো টাকা। সর্বশেষ বা পঞ্চম পুরস্কার মেলে ১২০টাকা প্রতি টিকিট যদি খেলায় জয়লাভ করে।
4/10
কেউ প্রথম পুরস্কারের মূল্য এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে নির্দিষ্ট মূল্য তার অ্যাকাউন্টে আসে। আর বিক্রেতা কত পেয়ে থাকে জানেন ? ৫ লাখ টাকার আর্থিক মূল্য বরাদ্দ থাকে প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিটটির বিক্রেতার জন্য়।
5/10
একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পুরস্কার জয়ী টিকিটটির মালিকের মতো বিক্রেতারাও পেয়ে থাকেন নির্দিষ্ট টাকার আর্থিক পুরস্কার। সেই পরিমাণটি নিম্নরূপ।
Continues below advertisement
6/10
দ্বিতীয় পুরস্কার জয়ী টিকিটের বিক্রেতার জন্য টিকিটপিছু বরাদ্দ থাকে ৫০০টাকা। তৃতীয় পুরস্কার জয়ী টিকিটের জন্য সেই মূল্য ৫০ টাকা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার জয়ী টিকিটের মূল্য অনুযায়ী বিক্রেতারা পেয়ে থাকেন যথাক্রমে ২০ টাকা ও ১০ টাকা।
7/10
প্রতি ক্ষেত্রেই বিক্রেতারা ৫ শতাংশ টিডিএস কেটে জয়ী টিকিট প্রতি লভ্যাংশ পেয়ে থাকেন। কোনও টিকিট যদি সেম সিরিজে পুরস্কার জেতে তাহলে সেই অঙ্ক বাড়ে।
8/10
আপনি কি রবিবার অর্থাৎ ২৩ জুনের ডিয়ার লটারির রেজ়াল্ট দেখেছেন ? দুপুর ১টায় কোটি টাকা জিতেছে এই নম্বরটি 95B 56015। বিক্রেতা পান্ডুয়ার।
9/10
ডিয়ার লটারির খেলায় সন্ধে ৬টায় কোটি টাকা জিতেছে এই নম্বরটি - 95C 38625। বিক্রেতা ধনিয়াখালির। আবার রাত ৮টার ফলের দিকে নজর রাখলে দেখা যাবে প্রথম পুরস্কার জয়ী নম্বরটি হল - 47K 54978। বিক্রেতা রায়গঞ্জের।
10/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যজ্ঞাপনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, লটারিতে বিনিয়োগ করা ঝুঁকিসাপেক্ষ। বিনিয়োগকারী হিসেবে লটারিতে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা ঝুঁকি বুঝে পা ফেলুন। ABPLive.com কখনও লটারিতে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কোনও লটারির টিকিট কেনার পরামর্শও দেওয়া হয় না। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।
Published at : 23 Jun 2024 11:33 PM (IST)