Claim Tax Deduction: কমাতে পারবেন করের বোঝা, ITR পূরণের সময় খেয়াল রাখুন এই বিষয়গুলি
আয়কর রিটার্ন দাখিল করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা খুব জরুরি। এর মাধ্যমে আপনি কমাতে পারবেন করের বোঝা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযারা পুরানো ট্যাক্স রেজিমের অধীনে তাদের আয়কর রিটার্ন (ITR) দাখিল করেন তারা প্রায়শই ধারা 80C-এর অধীনে বেশ কিছু ছাড় দাবি করে থাকেন।
PPF বিনিয়োগ, বীমা প্রিমিয়াম, ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম (ELSS), হোম লোনের মূল পরিশোধ, টিউশন ফি ইত্যাদি ক্ষেত্র আইটিআর-এ উল্লেখ করলে ছাড় পাওয়া যায়।
ধারা 24b এর অধীনে হোম লোনের সুদের জন্য প্রিমিয়াম দিলেও আয়করে ছাড় পাবেন। তাই আয়কর রিটার্ন দাখিলের সময় এই বিষয়গুলি মাথায় রাখুন।
দেখা গিয়েছে অনেকেই আয়কর রিটার্ন দাখিলের সময় National Savings Certificate-এ বিনিয়োগের ক্ষেত্রে সুদ কমানোর দাবি করতে ভুলে যান।
মোট করযোগ্য আয় ৫ লক্ষ টাকা না-ছাড়ালে এবং রিফান্ড পাওয়ার কোনও ব্যাপার না-থাকলে।
কর বিশেষজ্ঞরা বলছেন ধারা 80D-এর অধীনে পরিবারের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারে।
ধারা 80E এর অধীনে, এডুকেশন লোন, হোম লোনে প্রদত্ত সুদের পরিমাণের উপর আয়কর ছাড় দাবি করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -