Dividend Stocks: ক্রিসিল, এবিবি ইন্ডিয়ার শেয়ারে বাড়তি আয়ের সুযোগ, আরও কোন শেয়ারে ডিভিডেন্ড এই সপ্তাহে ?
Dividend This Week: এবিবি ইন্ডিয়া, ক্রিসিল, ৩৬০ ভিএএম ইত্যাদি শেয়ারে ডিভিডেন্ড দেবে এই সপ্তাহে। ফলে বিনিয়োগকারীদের কাছে বাড়তি আয়ের সুযোগ। অ্যালান্টাস বেক ইন্ডিয়ার শেয়ারে ডিভিডেন্ড দেবে ৩০ এপ্রিল।
ছবি সৌজন্য- পিটিআই
1/10
আজ সোমবার থেকেই নতুন করে ট্রেডিং সপ্তাহ শুরু হল। বেশ কিছু স্টকে এই সপ্তাহেই মিলবে ডিভিডেন্ড। ছবি- ফ্রিপিক
2/10
এবিবি ইন্ডিয়া, ক্রিসিল, ৩৬০ ভিএএম ইত্যাদি শেয়ারে ডিভিডেন্ড দেবে এই সপ্তাহে। ফলে বিনিয়োগকারীদের কাছে বাড়তি আয়ের সুযোগ। ছবি- ফ্রিপিক
3/10
বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, অ্যালান্টাস বেক ইন্ডিয়ার শেয়ারে ডিভিডেন্ডের রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ৩০ এপ্রিল মঙ্গলবার। ছবি- ফ্রিপিক
4/10
এই সংস্থার শেয়ারহোল্ডাররা শেয়ারপিছু ৫ টাকা হারে ডিভিডেন্ড পাবেন। এছাড়াও আরও কিছু শেয়ারের এক্স ডিভিডেন্ড তারিখ আছে এই সপ্তাহেই। ছবি- ফ্রিপিক
5/10
আগামী ২ মে বৃহস্পতিবার ৩৬০ ওয়ান ভ্যাম লিমিটেডের শেয়ারে এক্স ডিভিডেন্ড ডেট ধার্য করা হয়েছে। এই সংস্থার বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ২৩.৮ টাকা হারে ডিভিডেন্ড পাবেন। ছবি- ফ্রিপিক
6/10
তারপর ৩ মে এক্স ডিভিডেন্ড ট্রেড করবে সানোফি ইন্ডিয়ার শেয়ার। প্রতি শেয়ারে ১১৭ টাকা করে চূড়ান্ত ডিভিডেন্ড দেবে এই সংস্থা। ছবি- ফ্রিপিক
7/10
একইদিনে এক্স ডিভিডেন্ড ডেট রয়েছে ক্রিসিলের শেয়ারেও। প্রতি শেয়ারে ৭ টাকা করে ডিভিডেন্ড দেবে ক্রিসিল। ছবি- ফ্রিপিক
8/10
Orient Tradelink, Bilvin Industries-এর শেয়ারে রাইটস ইস্যু, নিধি গ্রানাইটসের শেয়ারে বোনাস ইস্যু দেওয়ার কথা জানা গিয়েছে। ছবি- ফ্রিপিক
9/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 29 Apr 2024 03:37 PM (IST)