Dividend Stock: কেনা থাকলে বিপুল ডিভিডেন্ড পাবেন এই স্টকগুলিতে, এই সপ্তাহেই বড় সুযোগ
আগের সপ্তাহে বেশ কিছু সংস্থার ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। এই সপ্তাহে কিছু আইটি কোম্পানি এবং অন্যান্য সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে চলেছে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটিসিএসের শেয়ারে গতকালই ডিভিডেন্ড মিলেছে। এছাড়াও তালিকায় আছে নেসলে, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক ইত্যাদি। ছবি- ফ্রিপিক
আজ মঙ্গলবার ১৬ জুলাই যে সমস্ত স্টকে ডিভিডেন্ড পাবেন তাদের মধ্যে আছে- ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ, আইডিবিআই ব্যাঙ্ক, লুপিন, নেসলে, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক ইত্যাদি। ছবি- ফ্রিপিক
এছাড়াও আজকের এক্স ডিভিডেন্ড স্টকের মধ্যে রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস, সুন্দরম ব্রেক লাইনিং, টিটিকে হেলথকেয়ার লিমিটেড ইত্যাদি। ছবি- ফ্রিপিক
১৮ জুলাই বৃহস্পতিবার যে সমস্ত স্টকে ডিভিডেন্ড পাবেন তাদের মধ্যে আছে অমরা রাজা এনার্জি, এএসএম টেকনোলজি, গোলকোণ্ডা ডায়মন্ডস, নিউজেন সফটওয়্যার, প্যানাসনিক ইত্যাদি। ছবি- ফ্রিপিক
এছাড়াও এই তালিকায় রয়েছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টানলা প্ল্যাটফর্মস, প্রিসিশন ক্যামশ্যাফট ইত্যাদি সংস্থার স্টক। ছবি- ফ্রিপিক
শুক্রবার ১৯ জুলাই বহু শেয়ারে ডিভিডেন্ড মিলবে। এর মধ্যে আছে অ্যাবট ইন্ডিয়া, বাজাজ ইলেকট্রিক্যালস, চোলামণ্ডলম ইনভেস্টমেন্টস, ডাবর, ডেল্টা কর্প, হাইটেক কর্পোরেশন ইত্যাদি। ছবি- ফ্রিপিক
তাছাড়া জেএসডব্লিউ ইনফ্রা, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এলআইসি, লক্ষ্মী অর্গানিক্স, শ্রী দিগ্বিজয়, সুমিটোমো কেমিক্যালস ইত্যাদি স্টক। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ছবি- ফ্রিপিক
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -