Share Price: ১ মাসেই ৫২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম, আরও কি বাড়বে, কী জানাল ব্রোকারেজ ফার্ম ?
ব্যাটারি প্রস্তুত করে এই সংস্থা। আর সেই সংস্থার শেয়ারের দামেই বিপুল লাফ এক মাসের মধ্যেই। শুধু এপ্রিল মাসেই এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৫২ শতাংশেরও বেশি। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার সকালের সেশনে এই সংস্থার শেয়ারের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। ট্রেড করে ৪৬৪.৯০ টাকার আশেপাশে। ছবি- ফ্রিপিক
সংস্থার নাম এক্সাইড ইন্ডাস্ট্রিজ। ২৮ মার্চ বিগত অর্থবর্ষের শেষ ট্রেডিং দিনে এই শেয়ারের দাম ছিল ৩০৪.৫৫ টাকা। ছবি- ফ্রিপিক
সেই সময় থেকে এক মাসের মধ্যেই এর দাম বেড়ে যায় ৫২.৬৫ শতাংশ। এত বিপুল হারে বাড়ল কেন শেয়ারের দাম ? ছবি- ফ্রিপিক
হুন্ডাই ইন্ডিয়া মোটরস ওবং কিয়া ইন্ডিয়ার মত বড় বড় সংস্থাগুলির সঙ্গে এক্সাইড ইন্ডাস্ট্রিজের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি- ফ্রিপিক
ধারণা করা হচ্ছে, ইভির ব্যাটারি প্রস্তুতির বরাত পেয়েছে এক্সাইড। তবে তা এখনও স্পষ্ট নয়। ছবি- ফ্রিপিক
ভারতের বাজারে ইভির চাহিদা দিনে দিনে বাড়ছে। তাঁর ফলে কোরিয়ান এই দুই অটোমোবাইল সংস্থা ভারতে বেশ কিছু ইভি আনার পরিকল্পনা করেছে। ছবি- ফ্রিপিক
এক্সাইড ইন্ডাস্ট্রিজ সম্ভবত সেইসব কোম্পানির জন্য ব্যাটারি সরবরাহ করবে। নোমুরা ব্রোকারেজ সংস্থার মতে, এতে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ছবি- ফ্রিপিক
এক্সাইড ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৪৮৫ টাকা পর্যন্ত বাড়বে বলে ধারণা করছে এই আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -