Financial Rule Change: রান্নার গ্যাস থেকে সুদের হার বৃদ্ধি, আজ থেকে বদলে গেল এই নিয়ম

Post Office

1/10
এবার থেকে নতুন বছরে হোটেল, রেস্তরাঁয় খাবারের দাম আরও বাড়তে চলেছে। তেল বিপণন কোম্পানিগুলি জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছে।
2/10
তবে আগের দামেই ঘরোয়া গ্যাসের সিলিন্ডার পাবেন ক্রেতারা। তাই ঘরের হেঁশেলে সেরকম প্রভাব পড়বে না। দিল্লি - ১৭৬৮ টাকা / সিলিন্ডার মুম্বাই - ১৭২১ টাকা/ সিলিন্ডার কলকাতা - ১৮৭০ টাকা/ সিলিন্ডার চেন্নাই - ১৯১৭ টাকা/ সিলিন্ডার
3/10
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-তে ১ জানুয়ারি থেকে ৭ শতাংশ সুদের হার দেবে সরকার, যা বর্তমানে ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একইভাবে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশের পরিবর্তে ৮ শতাংশ সুদ দেবে কেন্দ্রীয় সরকার।
4/10
১ থেকে ৫ বছর মেয়াদি পোস্ট অফিসের মেয়াদি আমানত প্রকল্পের সুদের হার ১.১ শতাংশ পর্যন্ত সুদের হার বৃদ্ধি পাবে। মাসিক আয় স্কিমেও ৬.৭ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ দেওয়া হবে৷ তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও পিপিফ-এ আগের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
5/10
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নতুন লকারের নিয়ম ১ জানুয়ারি,২০২৩ থেকে কার্যকর হবে। এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্যাঙ্কগুলি লকার নিয়ে গ্রাহকদের সঙ্গে যা ইচ্ছে মতো নিয়ম আরোপ করতে পারবে না। সেই ক্ষেত্রে লকারে রাখা মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হলে তার দায়ভার এখন ব্যাঙ্ককেই নিতে হবে।
6/10
এছাড়াও, লকারের বিষয়ে গ্রাহকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তি করতে হবে। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্ককে এসএমএস ও অন্যান্য মাধ্যমে লকারের নিয়মে পরিবর্তন সম্পর্কে জানাতে হবে।
7/10
SBI কার্ডগুলি ১ জানুয়ারি, ২০২৩ থেকে তার ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টগুলিতে কিছু পরিবর্তন করেছে। SBI ওয়েবসাইট অনুসারে, আপনি Amazon-এ SBI কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটার জন্য ১০ এর পরিবর্তে ৫ গুণ (5X) পুরস্কার পয়েন্ট পাবেন।
8/10
এবার থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে রিটার্ন ফাইলকারীদের।
9/10
Tata Motors ঘোষণা করেছে, ২ জানুয়ারি, 2023-এ বাণিজ্যিক গাড়ির দাম বাড়াবে। একই সময়ে Honda তাদের গাড়ির দাম ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
10/10
আপনি যদি ১ জানুয়ারি,২০২৩ বা তার পরে একটি নতুন বিমা পলিসি নিতে যান, তাহলে এর জন্য KYC অর্থাৎ 'আপনার গ্রাহককে জানুন' নথি জমা দিতে হবে। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) এই বিষয়ে নতুন নির্দেশ জারি করেছে।
Sponsored Links by Taboola