Top Goal scorers 2022: প্রথম পাঁচেও নেই মেসি, রোনাল্ডো, ২০২২ সালের সর্বোচ্চ গোলদাতা কে?
ব্যক্তিগতভাবে এই বছরটা করিম বেঞ্জেমার জন্য দারুণ ছিল। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ব্যালন ডি'অর জেতেন বেঞ্জেমা। তিনি ৩৯ ম্যাচে ৩৩ গোল করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবোদো/গ্লিম্টের আমল পেলেগ্রিনো ৪৬ ম্যাচে ৩৪টি গোল করেন।
ইংল্যান্ড তথা টটেহন্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড হ্যারি কেন গত বছরে অষ্টম সর্বোচ্চ ৩৫টি গোল করেন।
৫১টি ম্যাচে পার্টিজানের হয়ে ৩৫টি গোল করেছেন।
এই বছরেই লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। বিশ্বকাপ জিতেছেন আর্জেন্তাইন কিংবদন্তি। তবে গোলের নিরিখে তিনি খানিকটা পিছিয়েই। মেসিও ৫১ ম্যাচে ৩৫ গোল করেছেন।
চোটের ফলে ক্রিস্টোফার এনকুঙ্কু ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলতে পারেননি। তবে তাঁর বছরটা দারুণ কেটেছে। তিনি ৫৮ ম্যাচে ৩৭টি গোল করেছেন।
ইরান এইবারের বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে সকলকেই চমকে দিয়েছে। সেই ইরান তথা পোর্তোর স্ট্রাইকার মেহেদি তেরেমি ৫১ ম্যাচে ৩৭টি গোল করেছেন।
গত মরসুমের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেয়নডস্কি ২০২২ সালে তৃতীয় সর্বোচ্চ ৪২টি গোল করেন।
প্রিমিয়ার লিগে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর থেকে ইতিহাস গড়েই চলেছেন আরলিং হালান্ড। তিনি ৪৩ ম্যাচে ৪৬ গোল করেছেন।
কিলিয়ান এমবাপে টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিততে পারেননি বটে। তবে তিনি গত বছর গোলের নিরিখে বাকি সকলের থেকে আগে। ৫৬ ম্যাচে সমসংখ্যক গোল করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -