Top Goal scorers 2022: প্রথম পাঁচেও নেই মেসি, রোনাল্ডো, ২০২২ সালের সর্বোচ্চ গোলদাতা কে?
Most Goal 2022: গত শতকে শীর্ষ গোলদাতাদের তালিকায় মেসি-রোনাল্ডোর নাম প্রায় সর্বদাই থাকলেও দুইজনের কেউই এই তালিকায় প্রথম পাঁচেও নেই। এমনকী নেই ব্যালন ডিঅর জয়ী করিম বেঞ্জেমাও।
বিশ্বজয়ী লিওনেল মেসি
1/10
ব্যক্তিগতভাবে এই বছরটা করিম বেঞ্জেমার জন্য দারুণ ছিল। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ব্যালন ডি'অর জেতেন বেঞ্জেমা। তিনি ৩৯ ম্যাচে ৩৩ গোল করেছেন।
2/10
বোদো/গ্লিম্টের আমল পেলেগ্রিনো ৪৬ ম্যাচে ৩৪টি গোল করেন।
3/10
ইংল্যান্ড তথা টটেহন্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড হ্যারি কেন গত বছরে অষ্টম সর্বোচ্চ ৩৫টি গোল করেন।
4/10
৫১টি ম্যাচে পার্টিজানের হয়ে ৩৫টি গোল করেছেন।
5/10
এই বছরেই লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। বিশ্বকাপ জিতেছেন আর্জেন্তাইন কিংবদন্তি। তবে গোলের নিরিখে তিনি খানিকটা পিছিয়েই। মেসিও ৫১ ম্যাচে ৩৫ গোল করেছেন।
6/10
চোটের ফলে ক্রিস্টোফার এনকুঙ্কু ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলতে পারেননি। তবে তাঁর বছরটা দারুণ কেটেছে। তিনি ৫৮ ম্যাচে ৩৭টি গোল করেছেন।
7/10
ইরান এইবারের বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে সকলকেই চমকে দিয়েছে। সেই ইরান তথা পোর্তোর স্ট্রাইকার মেহেদি তেরেমি ৫১ ম্যাচে ৩৭টি গোল করেছেন।
8/10
গত মরসুমের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেয়নডস্কি ২০২২ সালে তৃতীয় সর্বোচ্চ ৪২টি গোল করেন।
9/10
প্রিমিয়ার লিগে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর থেকে ইতিহাস গড়েই চলেছেন আরলিং হালান্ড। তিনি ৪৩ ম্যাচে ৪৬ গোল করেছেন।
10/10
কিলিয়ান এমবাপে টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিততে পারেননি বটে। তবে তিনি গত বছর গোলের নিরিখে বাকি সকলের থেকে আগে। ৫৬ ম্যাচে সমসংখ্যক গোল করেছেন তিনি।
Published at : 01 Jan 2023 10:17 AM (IST)