Financial Rules Change: আজ থেকে এলপিজির দাম থেকে জিএসটির নিয়মে বদল, জানুন কী কী বদলেছে
মার্চের শুরুতে এমন অনেক বড় পরিবর্তন ঘটে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলে। এখানে আমরা আপনাকে সেই পরিবর্তনগুলি সম্পর্কে বলব যা 1 মার্চ থেকে কার্যকর হয়েছে৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোলি উৎসবের আগে তেল কোম্পানিগুলো বড় ধাক্কা দিয়ে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 25.50 টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার থেকে বিমান জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এটিএফ-এর দাম প্রতি কিলো লিটারে 624.37 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সস্তায় বিমান ভ্রমণের আশায় বড় ধাক্কা লেগেছে।
আজ ১ মার্চ থেকে জিএসটি-র নিয়মে বড়সড় পরিবর্তন এসেছে। এখন 5 কোটি টাকার বেশি টার্নওভারের ব্যবসাগুলি ই-ইনভয়েস ছাড়া ই-ওয়ে বিল তৈরি করতে পারবে না।
NHAI অর্থাৎ ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি ওয়ান ভেহিকেল, ওয়ান FASTag-এর সময়সীমা বাড়িয়েছে। মানুষকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এটি 29 ফেব্রুয়ারি শেষ হয়েছিল, যা এখন 31 মার্চ 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে।
মার্চ মাসে আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে জেনে নিন এই মাসে প্রচুর ছুটি রয়েছে। 2024 সালের মার্চ মাসে ব্যাঙ্কগুলি মোট 14 দিনের জন্য বন্ধ থাকবে৷ এই পরিস্থিতিতে RBI-এর জারি করা ছুটির তালিকা চেক করার পরেই আপনার ব্যাঙ্কের কাজে চলে যাওয়া উচিত৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -