Financial Rules: ১ অক্টোবর থেকে বদলে যাবে এই ১০ নিয়ম, কী প্রভাব পড়বে আপনার পকেটে ?

Financial Rules To Change: আগামী মাস থেকেই বেশ কিছু আর্থিক নিয়মে বদল আসতে চলেছে। এই নিয়মগুলি মাথায় না রাখলে সমস্যায় পড়তে পারেন। ১ অক্টোবর থেকে এই নিয়মে বদল আসতে পারে।

কী কী বদল আসবে ?

1/10
আগামী মাস থেকেই বেশ কিছু আর্থিক নিয়মে বদল আসতে চলেছে। এই নিয়মগুলি মাথায় না রাখলে সমস্যায় পড়তে পারেন।
2/10
প্রতি মাসের ১ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। ফলে আগামী ১ অক্টোবর পুজোর মরশুমের আগে এই দাম বাড়বে না কমবে তা নিয়ে চিন্তায় অনেকেই। গ্যাস সিলিন্ডার কি এবার সস্তা হবে ?
3/10
১ অক্টোবর থেকে আপনি আইটিআর ফাইল করার সময় আধার কার্ড বা প্যান কার্ডের বদলে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করতে পারবেন না। আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুসারে আইটিআর ফাইলিংয়ের সময় আধার কার্ড বা প্যান কার্ড বাধ্যতামূলক।
4/10
১ অক্টোবর থেকে ভারতীয় রেল টিকিট-বিহীন যাত্রীদের জন্য বিশেষ অভিযান শুরু করতে চলেছে। পুজোর মরশুমে যাত্রী সংখ্যা বাড়ার কারণে এই পদক্ষেপ নিতে চলেছে রেল।
5/10
১ অক্টোবর থেকে পরের ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারে বদল আসতে পারে।
6/10
সেপ্টেম্বরের শুরুতেই দাম কমানো হয়েছিল এটিএফ, সিএনজি ও পিএনজির দাম। এবারে অক্টোবর মাসের শুরুতেও দাম কমার সম্ভাবনা রয়েছে।
7/10
বোনাস শেয়ারের লেনদেনে এবার থেকে T+2 নিয়ম মানা হবে সেবির নির্দেশ অনুসারে। এতে রেকর্ড ডেট ও ট্রেডিংয়ের মধ্যে কমবে সময়।
8/10
image 8ফিউচার্স এবং অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে STT বেড়ে হবে ০.১ শতাংশ। ১ অক্টোবর থেকে এই নিয়ম বদল প্রভাব ফেলবে ডেরিভেটিভ বাজারে।
9/10
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের লয়্যালটি প্রোগ্রামে আসছে বদল। ১ অক্টোবর থেকে আসবে এই বদল।
10/10
এই নতুন নিয়মের অধীনে এইচডিএফসি ব্যাঙ্ক স্মার্টবাই প্ল্যাটফর্মে অ্যাপলের পণ্যগুলির জন্য প্রতি ত্রৈমাসিকে রিওয়ার্ড পয়েন্ট রিডেম্পশনের লিমিট সীমিত করেছে।
Sponsored Links by Taboola