Fixed Deposit Interest: ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি সুদ ! বিনিয়োগের আগে দেখে নিন এই স্কিমগুলি
সম্প্রতি ফের রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াতে পারে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমানের সুদের হারের নিরিখে FD-তে বিনিয়োগ কতটা যুক্তিসঙ্গত, দেখে নিন এই পরিসংখ্যানে। একবার কোনও জায়গায় অর্থ বিনিয়োগের আগে দেখে নিনি সব স্কিমের বিষয়ে।
এই বাজারে আপনি ক্ষুদ্র সঞ্চয় স্কিম, এফডি, টার্গেট ম্যাচিউরিটি ফান্ড, ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান, ডেট ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
কোথায় বিনিয়োগে কত পাবেন ? স্থায়ী আমানতে পাবেন ৫.৫ শতাংশ , ডেট ফান্ডে পাবেন ৫.২৫-৫.৪৫ শতাংশ
সেই হিসেবে পিপিএফে বিনিয়োগ করলে পাবেন ৭.১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন SSY ৭.৬ শতাংশ।
একইভাবে কিষাণ বিকাশপত্রে বিনিয়োগ করলে আসবে ৬.৯ শতাংশ। সেখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে SCSS-এ পাবেন ৭.৪ শতাংশ।
ব্যাঙ্ক আমানতের চেয়ে ভাল সুদের হার স্বল্প সঞ্চয়ে। 80C ধারায় কর ছাড়ের সুবিধা।১,৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাবেন।দীর্ঘ লক-ইন পিরিয়ড, কম লিকুইডিটি থাকার কারণে হাত পড়বে না আমানতে।
এখানে পাবেন ১০ বছর পর্যন্ত মেয়েদের জন্য SSY- সুকন্যা সমৃদ্ধি যোজনা। SCSS - ৬০ বছরের উপরের নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। PPF, SSY-তে আছে EEE সুবিধা।
শুক্রবারই রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই মনিটারি পলিসি কমিটি (RBI Monetary Policy Committee) রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪% করেছে ও স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (SDF) ৫.১৫%-করা হয়েছে।
আশা করা হচ্ছে, নতুন করেরোপো রেট বাড়ায় এবার ঋণের সুদের হারে ইএমআই আরও বাড়বে। ফলে বিপাকে পড়বেন ঋণ গ্রহীতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -