IND vs WI 4th T20I: দাপুটে মেজাজে চতুর্থ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও কব্জা করল ভারত
চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে আর্দ্র পরিবেশের লাভ তুলতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত শর্মা এদিন চোট সারিয়ে দলে ফিরে শুরুটা দারুণ আগ্রাসী মেজাজে করলেও, ১৬ বলে ৩৩ রান করেই তিনি সাজঘরে ফেরেন।
রোহিতের প্রায় সঙ্গে সঙ্গেই সূর্যকুমার যাদবও ১৪ বলে ২৪ রান করে আউট হয়ে যান।
দ্রুত দুই ওপেনারকে হারানোর পর দীপক হুডা ও ঋষভ পন্থ এরপর ইনিংসের হাল ধরেন।
হুডা ২১ রান করে আউট হয়ে গেলেও পন্থ ভারতের হয়ে ম্যাচে সর্বাধিক ৪৪ রানের ইনিংস খেলেন।
শেষের দিকে অক্ষর পটেলের ৮ বলে ২০ রানের ইনিংসের সুবাদে ভারত ১৯১/৫ করে। শেষ চার ওভারে উঠে ৪০ রান।
নিরন্তর উইকেট হারানোয় ওয়েস্ট ইন্ডিজ কোনও সময়েই ম্যাচ জিততে পারে বলে মনে হয়নি।
শেষমেশ ১৩২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস, ৫৯ রানে চতুর্থ ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় ভারত।
গত দুই ম্যাচে ব্যর্থতার পর আবেশ খানের দলে জায়গা নিয় প্রশ্ন উঠছিল। তবে এদিন ভাল বোলিং করে দুই উইকেট নেন আবেশ খান, ম্যাচ সেরাও হন তিনি।
তবে ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নিয়ে আবারও প্রভাবিত করেন অর্শদীপ সিংহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -