Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
HDFC,SBI, PNB ফের বাড়ল সুদ, এফডিতে টাকা রাখলে কোন ব্যাঙ্কে বেশি লাভ
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করতেই ফের সুদের হার বৃদ্ধি করল দেশের বড় ব্যাঙ্কগুলি। এবার গ্রাহকদের জন্য সুখবর দিল HDFC,SBI,PNB।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি গ্রাহকদের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। এবার 2 কোটি টাকার কম আমানতের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই হারগুলি 7 দিন থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের FD-তে প্রযোজ্য।
ব্যাঙ্ক এই সময়ের মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য 3.00 শতাংশ থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। একই সময়ে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ থেকে 7.60 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। নতুন হারগুলি মঙ্গলবার 21 ফেব্রুয়ারি, 2023 থেকে কার্যকর হয়েছে৷
HDFC Fixed Deposit: 7 থেকে 14 দিনের FD - 3.00% 15 থেকে 29 দিনের FD - 3.00% 30 থেকে 45 দিন FD - 3.50% 46 থেকে 6 মাস পর্যন্ত FD – 4.50 শতাংশ
6 মাস থেকে 9 মাস পর্যন্ত FD – 5.75% 9 মাস থেকে 1 বছর পর্যন্ত FD - 6.00 শতাংশ 1 বছর থেকে 15 মাস পর্যন্ত FD – 6.60 শতাংশ 15 মাস থেকে 18 মাস পর্যন্ত FD – 7.10 শতাংশ 18 মাস থেকে 10 বছর পর্যন্ত FD - 7.00 শতাংশ
স্টেট ব্যাঙ্ক 15 ফেব্রুয়ারি, 2023 থেকে 2 কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ ব্যাঙ্কটি 60 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য 3 শতাংশ থেকে 7.1 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে৷ একই সময়ে, ব্যাংকটি প্রবীণ নাগরিকদের জন্য 50 বেসিস পয়েন্ট বেশি সুদের হার অফার করছে।
State Bank Of India: 7 থেকে 45 দিন FD - 3.00% 46 থেকে 179 দিনের FD - 4.5% 180 থেকে 210 দিনের FD - 5.25% 211 দিন থেকে 1 বছর পর্যন্ত FD – 5.75 শতাংশ 1 বছরের FD - 6.8 শতাংশ
400 দিনের এফডি (অমৃত কলশ) – 7.10% 2 থেকে 3 বছরের জন্য FD - 7.00 শতাংশ 3 থেকে 5 বছরের জন্য FD - 6.5 শতাংশ 5 থেকে 10 বছর পর্যন্ত FD - 6.5 শতাংশ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 20 ফেব্রুয়ারি তাদের এফডি হার বৃদ্ধির ঘোষণা করেছে। 2 কোটি টাকার কম ডিপোজিট স্কিমে এই বৃদ্ধি করেছে ব্যাঙ্ক। 7 দিন থেকে 10 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য FD-এ 3.50 শতাংশ থেকে 6.50 শতাংশ সুদের হার ও প্রবীণ নাগরিকদের জন্য 4.00 শতাংশ থেকে 7.30 শতাংশ সুদের হার অফার করছে৷ জেনে নিন, 2 কোটির কম এফডিতে ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের কত সুদের হার দিচ্ছে-
- - - - - - - - - Advertisement - - - - - - - - -