Fixed Income Schemes: শেয়ার বাজারে ক্ষতি হচ্ছে, এই স্কিমগুলি দেবে ভাল ফিক্সড ইনকাম
FD Income Scheme: গত ২ বছর ধরে ভোগাচ্ছে শেয়ার বাজার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর মন্দা গ্রাস করেছে বিশ্ববাজার। সেই ক্ষেত্রে স্টক মার্কেটে টাকা রেখে আরও ক্ষতি হচ্ছে মধ্যবিত্তের। তাই দেরি না করে এই ৭ ফিক্সড ইনকাম স্কিমে নজর দিতে পারেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppFixed Income Schemes: রেপো রেট বৃদ্ধি দিচ্ছে সুযোগ মে থেকে আরবিআই রেপো রেট বৃদ্ধির পরেই বেড়েছে স্থির আয়ের স্কিমগুলিতে লাভের পরিমাণ। শেয়ার বাজারে বিনিয়োগের তুলনায় এটি একটি ভাল বিকল্প হিসাবে দেখা যেতে পারে। বর্তমানে এইসব স্কিমে বিনিয়োগ করে ভালো আয় করছেন আমানতকারীরা।
ব্যাঙ্ক ও ছোট আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে পোস্ট অফিস স্কিম, আরবিআই বন্ড ও মিউচুয়াল ফান্ডগুলি আগের চেয়ে বেশি রিটার্ন দিচ্ছে। তাই সরাসরি ইক্যুইয়টি শেয়ার বাজারে বিনিয়োগের থেকে এই ৭ স্কিমে টাকা রাখতে পারেন। পাবেন এই সুবিধা।
গত ১০ মাসে সরকারি স্কিম ও মিউচুয়াল ফান্ডের রিটার্নে বৃদ্ধি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আর্থিক উপদেষ্টারাও এতে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। এখন কর ছাড়ের সীমা বৃদ্ধি মিউচুয়াল ফান্ডের মতো স্কিমে বিনিয়োগ বাড়াবে। জেনে নিন, কোন কোন স্কিমগুলি ইকুইটি বাজারের চেয়ে ভাল লাভ দেবে।
১ Bank and Small Finance Bank Fixed Deposit : ব্যাঙ্ক ও স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট এখানে, স্থায়ী আমানতে বিনিয়োগের উপর বিনিয়োগকারীরা বিভিন্ন মেয়াদে গড়ে ৩.৫০ থেকে ৯ শতাংশ সুদ পাচ্ছেন। এতে ভালো লিকুইডিটির সুবিধা পাবেন অর্থাৎ এতে টাকা তোলা সহজ। যদিও কিছু ব্যাঙ্ক ০.৫% থেকে ১% পর্যন্ত চার্জ নিচ্ছে।
২ Corporate Fixed Deposit: কর্পোরেট ফিক্সড ডিপোজিট এতে নির্দিষ্ট আয়ে প্রথম মাস থেকে তিন মাস পর্যন্ত টাকা তোলা যাবে না। টাকা প্রত্যাহার করলে জরিমানা প্রযোজ্য হবে। পাশাপাশি ১ বছর থেকে ১০ বছরের মেয়াদে ৬.৯ থেকে ৯.০৫ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে।
৩ RBI bond : আরবিআই বন্ড RBI বন্ড ৭ বছরে ম্যাচিওরড হয়। যার মাধ্যমে ৭.৩৫ শতাংশ রিটার্ন দেওয়া হয়। এতে অর্থ সম্পূর্ণ নিরাপদ।
৪ Post office scheme: পোস্ট অফিস স্কিম এই স্কিমগুলিতে কোনও ঝুঁকি নেই, তবে আপনি যখনই চান টাকা তুলতে পারবেন না। লক ইন পিরিয়ডের পরেই টাকা তোলা যাবে। তবে এর মধ্যে টাকা তোলার জন্য চার্জ দিতে হবে। এই স্কিমগুলির অধীনে ১ বছর থেকে ৫ বছরের মেয়াদপূর্তিতে ৬.৬ % থেকে ৭% রিটার্ন দেওয়া হচ্ছে।
৫ Senior Citizen Saving Scheme: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমটিও মানুষের জন্য একটি ভাল বিকল্প। ৬০ বছর বা তার বেশি বয়সীরা এতে বিনিয়োগ করতে পারেন। এটির মেয়াদ ৫ বছর ও বার্ষিক ৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
৬ Mahila Samman Saving Certificate: মহিলা সম্মান সঞ্চয়পত্র এই পরিকল্পনার অধীনে টাকা আংশিক তোলা যেতে পারে। এতে সর্বোচ্চ ২ লাখ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমটি এপ্রিল ২০২৩ থেকে পাওয়া যাবে।
৭ Public Provident Fund: পাবলিক প্রভিডেন্ট ফান্ড এতে ১৫ বছর মেয়াদি আমানতের সুবিধা পাবেন। যেকোনও নাগরিক বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় ও ৭.১ শতাংশ সুদ দেওয়া হয়। এটি একটি করমুক্ত স্কিম ও যা থেকে আংশিক চাকা তালা যায় ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -