Migraine Pain: মাইগ্রেনের অসহনীয় যন্ত্রণা এড়াতে রোজনামচায় মেনে চলুন এই নিয়মগুলি

Migraine Triggers: মাইগ্রেনের সমস্যা এড়ানোর জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন। এইসব নিয়ম মেনে চললে আচমকা মাইগ্রেনের ব্যথায় আপনি কষ্ট পাবেন না।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
মাইগ্রেনের যন্ত্রণা ঠিক কতটা অসহনীয়, এই কষ্ট যিনি না পেয়েছেন তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়।
2/10
সবচেয়ে সমস্যা হল আচমকাই মাইগ্রেনের ব্যথা শুরু হয়। এক একজনের ক্ষেত্রে মাইগ্রেনের সময় এক এক ভাবে মাথায় যন্ত্রণা হয়।
3/10
মাইগ্রেনের সমস্যা এড়ানোর জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন। এইসব নিয়ম মেনে চললে আচমকা মাইগ্রেনের ব্যথায় আপনি কষ্ট পাবেন না।
4/10
একনজরে দেখে নেওয়া যাক মাইগ্রেনের ব্যথা এড়ানোর জন্য প্রতিদিনের জীবনে আপনি কী কী নিয়ম মেনে চলতে পারেন।
5/10
মাইগ্রেনের যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুমোলে আপনি মাইগ্রেনের ব্যথায় কষ্ট পাবেন না।
6/10
যোগাসনেও মাইগ্রেনের নিরাময় হয়। এমনিতেও যোগাসন করলে শরীর ঝরঝরে থাকে। তাই মাইগ্রেনের সমস্যা যাঁদের রয়েছে, প্রতিদিন সকালে কিছুক্ষণ সময় যোগাসন অভ্যাস করতে পারেন।
7/10
মাইগ্রেনের সমস্যা থাকলে অ্যালকোহল অর্থাৎ মদ্যপান না করাই মঙ্গলজনক। অ্যালকোহলের হ্যাংওভার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়।
8/10
যোগাসনের পাশাপাশি ধ্যান করতে পারেন। এতে মনঃসংযোগ বাড়ে। একই সঙ্গে স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ কমে। ফলে মাইগ্রেনের অ্যাটাক হয় না।
9/10
মাইগ্রেনের সমস্যা যাঁদের রয়েছে তাঁরা দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না বা উপোস করার চেষ্টাও করবেন না। খালি পেটে অনেক্ষণ থাকলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে।
10/10
রাতে ঘুমোতে যাওয়ার সময় সঙ্গে ফোন রাখার অভ্যাস ত্যাগ করুন অবিলম্বে। ফোনের আলোয় মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। ছবি সূত্র- পিক্সেলস।
Sponsored Links by Taboola