Flight Booking: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান বাতিল হয়েছে ? এভাবে মিলবে রিফান্ড; জানুন বিশদে

Flight Booking Cancellation Refund Policy: টিকিট বাতিল করা থেকে শুরু করে রিফান্ড পর্যন্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মত বড় বড় বিমান সংস্থাগুলি।

বিমান বুকিং বাতিক হয়েছে ? রিফান্ড মিলবে এভাবে

1/11
ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে আর এই আবহেই বেশ কিছু বিমান পরিষেবা সংস্থা একাধিক শহরের জন্য বিমান বাতিল করেছে।
2/11
উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ ছিল আজ ১০ মে শনিবার ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত। এক্ষেত্রে আপনারও কি বিমান বুকিং বাতিল হয়েছে ?
3/11
এক্ষেত্রে আপনি কি বিমানের বুকিংয়ের টাকা ফেরত পাবেন ? কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই অন্য দিনের জন্য আপনার টিকিট বদলে নিতে পারবেন ?
4/11
টিকিট বাতিল করা থেকে শুরু করে রিফান্ড পর্যন্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মত বড় বড় বিমান সংস্থাগুলি।
5/11
এয়ার ইন্ডিয়া গ্রুপ জানিয়েছে যে সমস্ত নিরাপত্তা কর্মী ৩১ মে পর্যন্ত বিমানের টিকিট বুকিং করে রেখেছেন তারা বুকিং বাতিল হলে টিকিটের পুরো টাকাটাই ফেরত পাবেন।
6/11
শেষ মুহূর্তে যদি এয়ার ইন্ডিয়া আপনার ফ্লাইট বাতিল করে তাহলে ওয়েবসাইটে বা অ্যাপের 'বুকিং ম্যানেজ' অপশনে গিয়ে রিফান্ড দাবি করতে পারেন আপনি।
7/11
অথবা আপনি চাইলে সেলফ সার্ভিস রি-অ্যাকোমোডেশনের মাধ্যমে আপনার ফ্লাইট নতুন করে নির্ধারণ করতে পারেন।
8/11
অথবা আপনি চাইলে সেলফ সার্ভিস রি-অ্যাকোমোডেশনের মাধ্যমে আপনার ফ্লাইট নতুন করে নির্ধারণ করতে পারেন।
9/11
৩০ এপ্রিল পর্যন্ত যারা বুকিং করে রেখেছিলেন বিমানের টিকিট, তাদের জন্য ইন্ডিগোর তরফ থেকে বিনামূল্যে পুনর্নির্ধারণ এবং বাতিল করার সুবিধে দিয়েছে। এর জন্য আপনাদের ইন্ডিগোর ওয়েবসাইটে যেতে হবে।
10/11
স্পাইসজেট সংস্থা ১০ মে পর্যন্ত লেহ, শ্রীনগর, জম্মু, ধরমশালা, অমৃতসর, কান্দলা থেকে আসা এবং এই শহরগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে।
11/11
আর এই ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা চাইলে হেল্পলাইন নম্বরে কিংবা https://changes.spicejet.com ওয়েবসাইটে গিয়ে সাহায্য চাইতে পারেন। অনলাইন ট্রাভেল পোর্টাল ইক্সিগোও যাত্রীদের সম্পূর্ণ রিফান্ডের ব্যবস্থা করেছে।
Sponsored Links by Taboola