New Force Gurkha 2022: মহিন্দ্রা থারের সঙ্গে হয় তুলনা , এই গাড়ির দাম কত জানেন ?
ফোর্স গুর্খা
1/10
দেশের বাজারে মহিন্দ্রা থারের বিকল্প হতে পারে এই গাড়ি। খুব কম SUV আছে যেগুলো খুব ভাল অফরোডার। নতুন ফোর্স গুর্খা তাদের মধ্যে অন্যতম।
2/10
ফোর্স কোম্পানির দাবি, অফরোডিংয়ের পাশাপাশি অনরোডেও সমানতালে পারফরম্যান্স দেয় এই গাড়ি। সেই ক্ষেত্রে হায়ার গ্রিপের টায়ারে খুব একটা সমস্যায় পড়তে হবে না চালককে।
3/10
iনতুন ফোর্স গুর্খায় 3টি দরজা রয়েছে। ৫ দরজার না হলেও আয়তনে অনেক বড় এই গাড়ি। এর নতুন ডিজাইন আপনার নজর কাড়বেই।
4/10
বেশকিছু পরিবর্তন করা হয়েছে নতুন গুর্খার ডিজাইনে। রাউন্ড এলইডি হেডল্যাম্প, গ্রিল বা বক্সি ডিজাইন গাড়িকে 'মাসল কার' করে তুলেছে।
5/10
আগের গুর্খার তুলনায়, বিল্ড কোয়ালিটি বা পেইন্ট ফিনিশও অনেক ভালো করা হয়েছে। যার ফলে গাড়িতে আলাদা আকর্ষণ বেড়েছে। রাস্তায় বেরোলে নজর কাড়বেই এই গাড়ি।
6/10
এতে পিছনে কাঁচের জায়গা বেশি হওয়ায় যাত্রীর সমস্যা হবে না বা গাড়ি ভিতর থেকে ছোট মনে হবে না। পিছনের সিটে বসেও হতে পারে আরামদায়ক যাত্রা।
7/10
গাড়িতে নতুন করে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে সহ একটি সাধারণ টাচস্ক্রিন দেওয়া হয়েছে। সামনে পাওয়ার উইন্ডো, স্পিড সেন্সিং ডোর লক ছাড়াও রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম পাবেন।
8/10
প্রশস্ত কেবিন, বড় জানালা হওয়ার কারণে এতে আলো ঢুকতে অসুবিধা হয় না। তাই গাড়ির ভিতরেও সব সময় আলো থাকে। যা দীর্ঘ যাত্রার জন্য আদর্শ ।
9/10
গাড়িতে ২৬০ নিউটন মিটার টর্ক সহ একটি নতুন ৯১ বিএইচপি ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। এখানে কোনও পেট্রল বা অটোমেটিক মডেল পাবেন না। গুর্খায় পাবেন ৫স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
10/10
নতুন গুর্খার দাম রাখা হয়েছে ১৪ লক্ষ টাকা। রাস্তায় এর উপস্থিতি, অফ-রোডিং ক্ষমতার জন্যই এই দাম রাখা হয়েছে গাড়ির। যা মহিন্দ্রা থারের থেকে অনেকটাই কম।
Published at : 27 Mar 2022 03:48 AM (IST)