New Force Gurkha 2022: মহিন্দ্রা থারের সঙ্গে হয় তুলনা , এই গাড়ির দাম কত জানেন ?
দেশের বাজারে মহিন্দ্রা থারের বিকল্প হতে পারে এই গাড়ি। খুব কম SUV আছে যেগুলো খুব ভাল অফরোডার। নতুন ফোর্স গুর্খা তাদের মধ্যে অন্যতম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফোর্স কোম্পানির দাবি, অফরোডিংয়ের পাশাপাশি অনরোডেও সমানতালে পারফরম্যান্স দেয় এই গাড়ি। সেই ক্ষেত্রে হায়ার গ্রিপের টায়ারে খুব একটা সমস্যায় পড়তে হবে না চালককে।
iনতুন ফোর্স গুর্খায় 3টি দরজা রয়েছে। ৫ দরজার না হলেও আয়তনে অনেক বড় এই গাড়ি। এর নতুন ডিজাইন আপনার নজর কাড়বেই।
বেশকিছু পরিবর্তন করা হয়েছে নতুন গুর্খার ডিজাইনে। রাউন্ড এলইডি হেডল্যাম্প, গ্রিল বা বক্সি ডিজাইন গাড়িকে 'মাসল কার' করে তুলেছে।
আগের গুর্খার তুলনায়, বিল্ড কোয়ালিটি বা পেইন্ট ফিনিশও অনেক ভালো করা হয়েছে। যার ফলে গাড়িতে আলাদা আকর্ষণ বেড়েছে। রাস্তায় বেরোলে নজর কাড়বেই এই গাড়ি।
এতে পিছনে কাঁচের জায়গা বেশি হওয়ায় যাত্রীর সমস্যা হবে না বা গাড়ি ভিতর থেকে ছোট মনে হবে না। পিছনের সিটে বসেও হতে পারে আরামদায়ক যাত্রা।
গাড়িতে নতুন করে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে সহ একটি সাধারণ টাচস্ক্রিন দেওয়া হয়েছে। সামনে পাওয়ার উইন্ডো, স্পিড সেন্সিং ডোর লক ছাড়াও রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম পাবেন।
প্রশস্ত কেবিন, বড় জানালা হওয়ার কারণে এতে আলো ঢুকতে অসুবিধা হয় না। তাই গাড়ির ভিতরেও সব সময় আলো থাকে। যা দীর্ঘ যাত্রার জন্য আদর্শ ।
গাড়িতে ২৬০ নিউটন মিটার টর্ক সহ একটি নতুন ৯১ বিএইচপি ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। এখানে কোনও পেট্রল বা অটোমেটিক মডেল পাবেন না। গুর্খায় পাবেন ৫স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
নতুন গুর্খার দাম রাখা হয়েছে ১৪ লক্ষ টাকা। রাস্তায় এর উপস্থিতি, অফ-রোডিং ক্ষমতার জন্যই এই দাম রাখা হয়েছে গাড়ির। যা মহিন্দ্রা থারের থেকে অনেকটাই কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -