Gold And Silver Price: আজ বাংলায় সোনা-রুপোর দর কত? কেনা-বেচার পরিকল্পনা থাকলে দেখে নিন একঝলকে
Gold And Silver Rate: প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই তা জেনে নিতে পারবেন এবিপি লাইভে। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
ফাইল ছবি
1/10
সামনেই ধনতেরস। অনেকেই ধনলক্ষ্মীর পুজো করেন ধনতেরসে। সেই সঙ্গে সব ভাষাভাষির মানুষের মনেই ঢুকে গিয়েছে ধনতেরসে সোনা-রুপো বা ধাতব জিনিস কেনার সংস্কার। তাই ধনতেরসের আগেই হিড়িক পড়ে যায় সোনা কেনার।
2/10
বেশিরভাগেরই বিশ্বাস, সোনা মানেই সমৃদ্ধি, ভবিষ্যতের সুরক্ষা। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। শখ হোক বা বিনিয়োগ, সোনার তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল।
3/10
আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে? প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
4/10
আজ ২৪ ক্যারেট (Fine Gold 995)- এর ১ গ্রামের দাম ৬১১৬ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট (১ গ্রাম) সোনার দাম আজ ৪৮৬৮ টাকা।
5/10
আজ ২২ ক্যারেট সোনা কিনতে গেলে ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৯০৮ টাকা। আর ২২ ক্যারেট সোনা বিক্রি করতে গেলে ১ গ্রামের দাম পাবেন ৫৫৬৫ টাকা।
6/10
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। আজ রুপোর দাম ১ কেজি-র ৭২০৯৮ টাকা।
7/10
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
8/10
এছাড়াও fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা।
9/10
এছাড়াও রয়েছে ২২ ক্যারেটের সোনা, তার fineness ৯১৬, (916 gold rate today)২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
10/10
একেবারে খাঁটি সোনা এতটাই নরম হয় যে তা দিয়ে গয়না বানানো যায় না। ফলে গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।
Published at : 30 Oct 2023 01:51 PM (IST)