Gold And Silver Rate: আজ বাংলায় সোনা-রুপোর দর কত? দেখে নিন একনজরে
Gold Silver Price: বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
ফাইল ছবি
1/10
আজ ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রামের দাম ৬১০৫ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট সোনা ১ গ্রামের দাম ৪৮৬০ টাকা।
2/10
আজ ২২ ক্যারেট সোনা ১ গ্রাম কিনতে গেলে দাম পড়বে ৫৮৯৭ টাকা। অন্যদিকে আজ ২২ ক্যারেট সোনা ১ গ্রাম বিক্রি করতে গেলে দাম পড়বে ৫৫৫৬ টাকা।
3/10
আজ ১ কেজি রুপোর দাম ৭২,৩৮৫ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
4/10
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
5/10
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
6/10
fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা।
7/10
এছাড়াও রয়েছে ২২ ক্যারেটের সোনা, তার fineness ৯১৬। ২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
8/10
একেবারে খাঁটি সোনা এতটাই নরম হয় যে তা দিয়ে গয়না বানানো যায় না। ফলে গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়।
9/10
যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।
10/10
বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
Published at : 04 Nov 2023 05:51 PM (IST)