Gold Alert: সোনা থাকলেও বিক্রি করতে পারবেন না, আগে টাকা দিয়ে যাচাই করাতে হবে
পুরনো সোনার গয়নায় হলমার্ক না থাকলে সমস্যা বাড়ল। এবার থেকে সরকারি নিয়ম অনুসারে হলমার্ক ছাড়া কোনও ব্যক্তি সোনার গয়না বিক্রি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আগে হালমার্ক করিয়ে তবেই কেউ গয়না বিক্রি করতে পারবেন। কত টাকা দিতে হবে এই হলমার্ক করতে। কীভাবে করবেন এই কাজ ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরকার সম্প্রতি সোনার জিনিসপত্র যেমন গয়না বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে। এই নিয়মগুলির মূল উদ্দেশ্য, সোনার জিনিস বিক্রিতে আরও স্বচ্ছতা আনা। গ্রাহকরা যাতে সোনা কিনতে গিয়ে প্রতারিত না হন তা নিশ্চিত করতেই এই নতুন নিয়ম করেছে সরকার।
চলতি বছরের ১ এপ্রিল থেকে সব সোনার গয়নার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) নম্বর থাকতে হবে। আপনার যদি পুরনো হলমার্ক না করা সোনার গয়না থাকে, এবার থেকে তা বিনিময় বা বিক্রি করতে গেলে সমস্যায় পড়বেন। আগে আপনাকে অবশ্যই এর হলমার্ক করতে হবে। সোনার জিনিস বিক্রি সংক্রান্ত নতুন নিয়মগুলি আগে বুঝে নিন।
চলতি বছরের ১ এপ্রিল থেকে সব সোনার গয়নার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) নম্বর থাকতে হবে। আপনার যদি পুরনো হলমার্ক না করা সোনার গয়না থাকে, এবার থেকে তা বিনিময় বা বিক্রি করতে গেলে সমস্যায় পড়বেন। আগে আপনাকে অবশ্যই এর হলমার্ক করতে হবে। সোনার জিনিস বিক্রি সংক্রান্ত নতুন নিয়মগুলি আগে বুঝে নিন।
সরকারি নিয়ম অনুযায়ী, হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবে না। যদি আপনার কাছে বিনিময় বা বিক্রি করার জন্য পুরনো হলমার্ক না করা সোনার অলঙ্কার থাকে, তাহলে আপনাকে HUID দিয়ে হলমার্ক করাতে হবে।
মনে রাখবেন, আপনার গয়না যদি ইতিমধ্যে আগের হলমার্ক চিহ্ন দিয়ে খোদাই করা হয়ে থাকে তবে আপনাকে হলমার্কিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। এই ক্ষেত্রে, HUID ছাড়া সোনা গ্রহণ করা হবে।
এ ছাড়া দুই গ্রামের নিচে সোনা, আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য গয়না, বিদেশি ক্রেতার নির্দিষ্ট প্রয়োজনে রফতানির জন্য নির্ধারিত কোনও পণ্য ও ফাউন্টেন পেন, ঘড়ি বা বিশেষ ধরনের অলঙ্কারগুলিকে হলমার্কিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও ৪০ লক্ষ টাকার নিচে বার্ষিক টার্নওভারের জুয়েলার্সকেও প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হয়েছে।
গ্রাহকরা যেকোনও BIS-স্বীকৃত হলমার্কিং সেন্টার থেকে গয়না পরীক্ষা করাতে পারেন। সেই ক্ষেত্রে ব্যক্তিকে প্রতি রেজিস্ট্রেশনে ৪৫ টাকা দিতে হবে, যদি পরীক্ষা করা আইটেমের সংখ্যা পাঁচ বা তার বেশি হয়। চালানটিতে চারটি জিনিস থাকলে, চার্জ ২০০ টাকা হবে।
নতুন হলমার্কিং নিয়ম সোনা কেনার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলবে ও পণ্যের গুণমান বজায় রাখা নিশ্চিত করবে। যে সকল জুয়েলার্স সোনার হলমার্ক না পায় তাদের এক বছরের কারাদণ্ড, সোনার গয়নার মূল্যের পাঁচগুণ জরিমানা বা উভয় দণ্ডও দেওয়া হতে পারে।
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -