Gold Hallmarking: সোনার গয়না কেনার আগে মানতেই হবে এই নিয়ম, না হলে বিপদে পড়বেন
৩১ মার্চের পর থেকেই বদলে যাচ্ছে সোনা কেনার নিয়মে পরিবর্তন। ১ এপ্রিল থেকে সোনা কিনতে গেলে দেখে নিতে হবে এই বিষয়টি। অন্যথায় সমস্যায় পড়বেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনে রাখবেন, হলমার্ক ছাড়া সোনার গয়না কেনা যাবে না ৩১ মার্চ ২০২৩-এর পরে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সোনার গয়না কেনার নিয়মে এই বড় পরিবর্তন করেছে৷
উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ৩১ মার্চের পরে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) ছাড়া কোনও গয়না কেনা যাবে না।
উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ৪ ও ৬ সংখ্যার হলমার্কিং নিয়ে বিভ্রান্তির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম বলছে, এখন কেবল ৬ নম্বরের আলফানিউমেরিক হলমার্কিং গ্রহণ করা হবে। পাশাপাশি হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রির বিষয়টি গ্রহণ করবে না সরকার।
সেই সঙ্গে মন্ত্রক আরও জানিয়েছে, এখন চার অঙ্কের হলমার্কও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সরকার দেড় বছর আগে দেশে নকল গয়না বিক্রি বন্ধ করতে এই তৎপরতা শুরু করেছিল।
হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) নম্বরটি আদতে গহনাটি আসল না নকল তা চিহ্নিত করে। এটি একটি ৬ নম্বরের আলফানিউমেরিক কোড যার মাধ্যমে গ্রাহকরা সোনার গয়না সম্পর্কে সব তথ্য পাবেন। এই কোডের মাধ্যমে জালিয়াতির ঘটনা অনেকাংশে কমে গেছে।
এই সংখ্যা প্রতিটি গয়নায় প্রয়োগ করা হয়। এই পরিস্থিতিতে ১ এপ্রিল থেকে হলমার্ক ছাড়া গয়না বিক্রি করতে পারবেন না দোকানিরা। আবার হলমার্ক ছাড়া পুরনো গয়না বিক্রি করতে পারবেন না ক্রেতারা। দেশে মোট ১৩৩৮টি হলমার্কিং কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি দেশের ৮৫ শতাংশে রয়েছে। দেশের বাকি অংশে আরও কেন্দ্র তৈরি করা হচ্ছে।
সোনার গয়না কিনতে গিয়ে প্রায়শই এই প্রশ্ন উঁকি দেয় সবার মনে। প্রথমবার সোনা কিনতে গেলে কীভাবে বুঝবেন গয়নার আসল-নকল ? আপনি চাইলে কম সময়ের মধ্য়ে গয়নার হলমার্কিং খুঁজে পেতে পারেন।
এই বিষয়ে ভারতীয় স্ট্যানডার্ডস ব্যুরো BIS কেয়ার অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে হলমার্ক করা গয়না পরীক্ষা করতে পারেন।
বিআইএস কেয়ার অ্যাপটি ডাউনলোড করে আপনাকে এতে আপনার নাম,ফোন নম্বর ও ইমেল আইডি দিতে হবে। এর পরে আপনার মোবাইল নম্বর ও ইমেল আইডি OTT-র মাধ্যমে যাচাই করতে হবে। যাচাই করার পরই এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -