Gold Price Today: সামনেই বিয়ের মরশুম, তার আগেই ফের বাড়ল সোনার মূল্য, কত দামে কিনতে হবে?
গত কয়েকদিনে একটু একটু করে বেড়েছে সোনার দাম। সামনেই বিয়ের মরশুম। তাই যে দিনটা সোনার দাম একটু কমছে, সেদিনই গয়না কিনে নিচে বা বুক করে ফেলতে চাইছেন ক্রেতারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন বাঙালি খুঁজে পাওয়া ভার যিনি দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না । শখ হোক বা বিনিয়োগ, সোনার তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল।
আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
গত কয়েকদিনে একটু একটু করে বেড়েছে সোনার দাম। সামনেই বিয়ের মরশুম। তাই যে দিনটা সোনার দাম একটু কমছে, সেদিনই গয়না কিনে নিচে বা বুক করে ফেলতে চাইছেন ক্রেতারা।
তবে মঙ্গলবার কিছুটা বাড়ল সোনার দাম। ২৪ ক্যারেট (Fine Gold 995) এর ১ গ্রামের দাম পড়বে ৬০০৫ টাকা। ২২ ক্যারেট (কিনতে গেলে) আজ ১ গ্রামের দাম হবে ৫৮০০ টাকা। ২২ ক্যারেট (বেচতে গেলে) আজ ১ গ্রামের দাম হবে ৫৪৬৪ টাকা।
অন্যদিকে, ১৮ ক্যারেট ১ কেজি রুপোর দাম পড়বে ৭০১৬৫ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
- - - - - - - - - Advertisement - - - - - - - - -