Gold Price Kolkata: সপ্তাহ শেষে সোনার দামে বড় চমক! কত টাকা খরচ করতে হবে আপনাকে?

Gold Price Updates: প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম।

Continues below advertisement

সপ্তাহ শেষে কত হল সোনার দাম

Continues below advertisement
1/8
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
2/8
২০২৫ সালে সোনা ও রুপোর দামে বেড়েছে দ্রুত গতিতে। এই বছর বিনিয়োগকারীদের অনেকেই শেয়ার বাজার থেকে সরে গিয়ে নিরাপদ বিনিয়োগের দিকে মনোনিবেশ করেছেন।
3/8
ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের প্রতীক। বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় , সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে।
4/8
ফের বাড়ল সোনার দাম। ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রামের দাম ১৩৮১০ টাকা। ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রামের দাম পড়বে ১৩১২০ টাকা।
5/8
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রামের দাম ১২৫৬৭ টাকা। ১৮ ক্যারেটের দাম ১০৭৭০ টাকা পড়বে ১ গ্রামের দাম। রুপো (৯৯৯) এর ১ কেজির দাম হবে ২৫৫১০৪ টাকা।
Continues below advertisement
6/8
হলমার্ক হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর জারি করা একটি চিহ্ন, যা সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমান নির্দেশ করে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। তাই, সোনা কেনার আগে হলমার্ক পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
7/8
যদি আপনি বাড়িতে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে।
8/8
ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
Sponsored Links by Taboola