Gold Price Today : পুজোর আগেই সোনার দামে রদবদল, আজ কত হল রাজ্যে সোনার দাম
এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর (Gold silver price) দামের দিকে চোখ যায় না যাঁর। শখ হোক বা বিনিয়োগ, সোনার (Gold Rate Today) তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
২৪ ক্যারেট (Fine Gold 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৫৯০০ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৬৯৯ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৩৬৯ টাকা।
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৬৯৬ টাকা।
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭০৯৭০ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -