Hema Malini: 'সেলিব্রেটিং দ্য ড্রিম গার্ল', হেমা মালিনীর জন্মদিনের পার্টিতে চাঁদের হাট
১৬ অক্টোবর ৭৫ পূর্ণ করলেন বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী। ইন্ডাস্ট্রির নক্ষত্রদের উপস্থিতিতে আয়োজিত হয়েছিল বার্থডে পার্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই পাশে দুই মেয়ে এষা ও অহনাকে নিয়ে কেক কাটলেন হেমা মালিনী। ল্যাভেন্ডার শাড়িতে মোহময়ী অভিনেত্রী।
এদিন কেক কেটে একে অপরকে খাইয়ে দিতে দেখা গেল হেমা মালিনী ও জুহি চাওলাকে।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়। এক ফ্রেমে দেখা গেল রেখা, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনেকে।
সোনালী ব্রোকেড শাড়িতে ঝলমল করলেন রেখা।
এদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনও। পোজ দিলেন পাপারাৎজিদের জন্য।
কালো স্যুট, রোদচশমায় নজর কাড়লেন অভিনেতা রাজকুমার রাও।
নীল শাড়ি, মাথায় খোঁপা করে ফুলের মালা লাগিয়ে সুন্দরী বিদ্যা বালানকে দেখা গেল।
ইন্ডো-ওয়েস্টার্ন পোশাকে দেখা গেল অভিনেত্রী রবিনা ট্যান্ডনকেও।
ফুলগাছের চারা হাতে, কালো স্যুট পরে দেখা গেল জ্যাকি শ্রফকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -