Gold Price Today : সপ্তাহের মাঝে সোনার দামে হেরফের, সস্তা হল নাকি দাম বাড়ল ?
সস্তা হল নাকি দাম বাড়ল সোনার?
1/9
উৎসবের মরসুম সামনেই। তারপর বিয়ের লগ্ন শুরু। তাই সোনার গয়না কিনে রাখেন অনেকে আগে ভাগেই। বেশ কিছুদিন ধরেই সোনার প্রতি গ্রামের দাম ৬ হাজারের নিচেই।
2/9
প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। বুঝবেন কীভাবে কবে বাজারে সোনা-রুপোর দাম কত চলছে? জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।
3/9
আজকের দর ( ২৬ জুলাই, ২০২৩) বুধবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯৪১ টাকা।
4/9
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭৩৯ টাকা।
5/9
এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৪০৬ টাকা।
6/9
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭২৯ টাকা
7/9
আজকাল রুপোর গয়না পছন্দ করেন অনেকেই। এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৪৪৬৬ টাকা।
8/9
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
9/9
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
Published at : 26 Jul 2023 12:09 PM (IST)