Gold Price Today : মঙ্গলে ঘরে বেঁধে রাখুন সৌভাগ্য, ঘরে তুলুন সোনা, কমল দাম

দোকানে যাওয়ার আগে সোনার দাম যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।

সোনা রুপোর দর

1/8
বিয়ে, অন্নপ্রাশন, শুভকাজে-শুভতিথিতে হোক বা পছন্দের বিনিয়োগ। সোনার ( Gold Price ) চেয়ে দামি বোধহয় খুব কমই আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের ( Gold Silver Price )  দিকে চোখ যায় না যাঁর।
2/8
দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
3/8
দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
4/8
২৪ ক্যারেট (Fine Gold 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৫৬৫৫ টাকা।
5/8
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৪৬৩ টাকা।
6/8
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫১৪৬  টাকা।
7/8
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৫০১ টাকা।
8/8
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৬৭৫৮০ টাকা।
Sponsored Links by Taboola