Gold Price Today : সপ্তাহের শুরুতে কি সস্তা হল সোনা ? রুপোর দামই বা কত?

আজ বাংলার বাজারে সোনা, রুপোর দাম কত ?

সোনা রুপোর দর

1/8
শখ হোক বা বিনিয়োগ, সোনার (Gold Rate Today) তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল। প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম।
2/8
বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল?
3/8
প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*। 
4/8
(৩১ জুলাই, ২০২৩) সোমবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Indicative Hallmark Gold Jewellery ) (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯৩৮টাকা।
5/8
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭৩৬ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৪০৩ টাকা।
6/8
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭২৬ টাকা। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।  
7/8
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৩,৫২৭ টাকা সোনা  ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
8/8
সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
Sponsored Links by Taboola