Gold Price Today : মঙ্গলে সোনা কিনে ঘরে বেঁধে রাখুন সৌভাগ্য, জেনে নিন আজকের দাম
দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
সোনা রুপোর দর
1/9
সোনার (Gold Price) সঙ্গে সৌভাগ্যের যোগ খুঁজে পান অনেকেই। সোনা অনেকের কাছে বিনিয়োগের উত্তম উপায়ও বটে। আর যে কোনও শুভ অনুষ্ঠানে সোনা কিনে সমৃদ্ধিকে ঘরে বাঁধতে চান অনেকে।
2/9
প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। সোনার সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন।
3/9
রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
4/9
মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯২৩ টাকা।
5/9
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭২২ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৯০ টাকা।
6/9
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭১৫ টাকা, ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
7/9
image 7
8/9
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৩৬৪৪ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
9/9
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
Published at : 05 Sep 2023 04:53 PM (IST)