Gold Price Today : দৌড়চ্ছে সোনার দাম, কোন উচ্চতায় পৌঁছল রাজ্যে ?
সোনা মানেই সমৃদ্ধি। সোনা কেনা মানেই ঘরে লক্ষ্মীকে আহ্বান জানানো, এমনটাই মনে করে বাঙালিরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোনা মানেই সম্পদ, সোনা মানে পুঁজি, সোনা মানে সুরক্ষা। অগ্রহায়ণ মাসে সোনা কেনার তাগিদ একটু বেশিই। কারণ বিয়ের মরশুম।
এমন বাঙালি খুঁজে পাওয়া ভার, যাঁর দিনের শুরুতে সোনা-রুপোর (Gold silver price) দামের দিকে চোখ যায় না । শখ হোক বা বিনিয়োগ, সোনার (Gold Rate Today) তুলনা নেই।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৬৩৭৯ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৬১৬২ টাকা।
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৫৮০৫ টাকা।
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৫০৭৮ টাকা।
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭৭০৫৮ টাকা
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -