Gold Price Today: মঙ্গলবার দাম কি কমল সোনা-রুপোর? জেনে আজ কত দামে বিকোচ্ছে?
পৌষ শেষ মানেই, সব শুভ কাজের শুরু। আর অনেকেই পৌষ পেরলে ঘরে সোনা কিনে রাখেন আগামী উৎসব , অনুষ্ঠানগুলির কথা মাথায় রেখে। গত কয়েকদিন ধরে ধাপে ধাপে কমছে সোনার দাম। মঙ্গলে সোনা কেনা কতটা মঙ্গলজনক, তা নিয়ে নানা মুনির নানা মত থাকতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে দাম কমলে তা যে সোনা-প্রেমীদের আকর্ষণ করে , তা বলাই বাহুল্য। আজ বাংলায় কত সোনার দাম। সোনা বিক্রি করতে চাইলেই বা কত দাম পাবেন, তাও জেনে নিন।
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রামের দাম ৬২১৩ টাকা
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রামের দাম ৬০০২ টাকা
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রামের দাম ৫৬৫৪ টাকা
১৮ ক্যারেট ১ গ্রামের দাম 8৯৪৫ টাকা
রুপো (৯৯৯) ১ গ্রামের দাম ৭২২২৩ টাকা
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
- - - - - - - - - Advertisement - - - - - - - - -