Gold Price Today: মঙ্গলবার দাম কি কমল সোনা-রুপোর? জেনে আজ কত দামে বিকোচ্ছে?
আজ বাংলায় কত সোনার দাম। সোনা বিক্রি করতে চাইলেই বা কত দাম পাবেন, তাও জেনে নিন।
আজ কত দাম সোনা রুপোর
1/8
পৌষ শেষ মানেই, সব শুভ কাজের শুরু। আর অনেকেই পৌষ পেরলে ঘরে সোনা কিনে রাখেন আগামী উৎসব , অনুষ্ঠানগুলির কথা মাথায় রেখে। গত কয়েকদিন ধরে ধাপে ধাপে কমছে সোনার দাম। মঙ্গলে সোনা কেনা কতটা মঙ্গলজনক, তা নিয়ে নানা মুনির নানা মত থাকতে পারে।
2/8
তবে দাম কমলে তা যে সোনা-প্রেমীদের আকর্ষণ করে , তা বলাই বাহুল্য। আজ বাংলায় কত সোনার দাম। সোনা বিক্রি করতে চাইলেই বা কত দাম পাবেন, তাও জেনে নিন।
3/8
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রামের দাম ৬২১৩ টাকা
4/8
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রামের দাম ৬০০২ টাকা
5/8
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রামের দাম ৫৬৫৪ টাকা
6/8
১৮ ক্যারেট ১ গ্রামের দাম 8৯৪৫ টাকা
7/8
রুপো (৯৯৯) ১ গ্রামের দাম ৭২২২৩ টাকা
8/8
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
Published at : 09 Jan 2024 01:45 PM (IST)